রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী রিশা হত্যায় অভিযুক্ত ওবায়দুলকে নীলফামারীর ডোমার থেকে গ্রেফতার করেছে রমনা থানা পুলিশের একটি দল। ডোমার থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।ডোমার থানায় পুলিশের জিজ্ঞাসাবাদে ওবায়দুল জানায়, স্কুলে যাওয়া-আসার পথে রিশাকে নিয়মিত অনুসরণ করত সে।
অভিযুক্ত ওবায়দুলকে নীলফামারী থেকে ঢাকায় আনার প্রক্রিয়া চলছে। ঢাকায় আনার পর আজ বিকেলেই তাকে সিএমএম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হতে পারে বলে জানিয়েছেন রমনা থানার ওসি মশিউর রহমান। এর আগে মঙ্গলবার ওবায়দুলের বোন খাদিজা বেগম এবং দুলাভাই খাদেমুল ইসলামকে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা থেকে আটক করে পুলিশ। তবে সে সময় পালিয়ে যায় ঘাতক ওবায়দুল। সোমবার সন্ধ্যা ৭টায় রাজধানীর রমনা থানার এসআই মোশারফ হোসেন বীরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় ওবায়দুলের গ্রামের বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের মিরাটঙ্গীতে অভিযান চালায়। সেখান থেকে জিজ্ঞাসাবাদের জন্য ওবায়দুলের বোন ও দুলাভাইকে আটক করা হয়।
গত ২৪ আগস্ট বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে স্কুলের পাশে ব্রিজের নিচে রক্তাক্ত অবস্থায় রিশাকে পাওয়া যায়। পরে স্কুলের অন্য শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে হাসপাতালে আনে। পেটের বাঁ পাশে ছুরির আঘাতে নাড়ি বের হয়ে যায় তার। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রিশার।