পঞ্চাশের দশকের প্রধান কবি শহীদ কাদরীর জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার (৩১ আগস্ট) দুপুরে (বাদ জোহর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, পেশাজীবী, বুদ্ধিজীবী, নাট্যব্যক্তিত্বসব সর্বস্তরের জনগণ জানাজায় অংশ নেন। নামাজ শেষে তার মরদেহ মিরপুরে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।