ফাঁসির মঞ্চ প্রস্তুত কাসিমপুরে

0
290

ফাঁসি

ফাঁসির মঞ্চ প্রস্তুত করা হয়েছে কাসিমপুরে। তিন জল্লাদ বিন ইসলাম, শাহজাহান ও শাহীন আগে থেকেই আছেন কেন্দ্রীয় কারাগার কাসিমপুর -২এ। তাদের সঙ্গে আরো দুই জল্লাদ যোগ দেবে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড প্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীও বন্দি আছেন ওই কাসিমপুর কারাগারেরই কনডেম সেলে। তার মৃত্যুদণ্ড কার্যকরে কোনো বাধা নেই বলে মঙ্গলবারই (৩০ আগস্ট) জানিয়েছেন এটর্নি জেনারেল মাহবুবে আলম।

কারা সূত্র জানিয়েছে, চূড়ান্ত নির্দেশনা পাওয়া মাত্র ফাঁসির রায় কার্যকর করা হবে মীর কাসেমের। এদিকে মীর কাসেমের পরিবারের সদস্যরা তার সঙ্গে দেখা করতে যাচ্ছেন। কারাসূত্রও বলছে, মীর কাসেমের পরিবারের সদস্যদের দেখা করার জন্য খবর দেওয়া হয়েছে। তারা আজ (৩১ ‍আগস্ট) দেখা করতে আসতে পারেন। তবে ঠিক কখন মীর কাসেমের ফাঁসি হচ্ছে বা কাসিমপুরেই হচ্ছে কি না দায়িত্বশীল কোনো সূত্রই তা নিশ্চিত করেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here