বিমানবন্দরে আটক ডিয়েগো ম্যারাডোনা

0
314

বিমানবন্দরে আটক ডিয়েগো ম্যারাডোনাআর্জেন্টিনা থেকে দুবাই যাওয়ার পথে বাঁধা দেওয়া হলো ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাকে। আর্জেন্টিনার সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, সোমবার আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্স বিমান বন্দর থেকে ম্যারাডোনাকে যেতে দেওয়া হয়নি, কারণ কর্তৃপক্ষের কাছে ম্যারাডোনার পাসপোর্ট হারানোর অভিযোগ পত্র আছে।

ম্যারাডোনার দীর্ঘদিনের আইনজীবী মাতিয়াস মারলা ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, ‘ঘটনাটি খুবই আশ্চর্য্যজনক। আর্জেন্টিনা বিমান বন্দরে ম্যারাডোনাকে জানানো হয়, আপনার পাসপোর্ট হারানোর অভিযোগ পত্র আছে আমাদের কাছে। আপনি ভ্রমন করতে পারবেন না। অথচ আমরা কখনোই পাসপোর্ট হারানোর অভিযোগ করিনি এবং তখন ম্যারাডোনার হাতে তার পাসপোর্ট ছিল।’

ম্যারাডোনা তার প্রেমিকা রোকিও অলিভাকে নিয়ে দুবাই যাচ্ছিলেন। ঘটনায় অনেকটাই অবাক হয়েছেন বিশ্বকাপ জয়ী এই আর্জেন্টাইন তারকা ফুটবলার। কোন ভাবেই তিনি বিমান বন্দর কর্তৃপক্ষকে না বুঝাতে পেরে বাসায় ফিরে যান। ম্যারাডোনার আইনজীবির ধারণা, কিছুদিন আগে ম্যারাডোনা সরকার বিরোধী মন্তব্য করেছিলেন। তার জের ধরে এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে এই বিষয়ে ক্ষিপ্ত হয়ে আর্জেন্টিনার এক সংবাদ মাধ্যমে ম্যারাডোনা বলেন, ‘আমি কাউকে আমার জীবন নিয়ন্ত্রণ করতে দেই না। গেল ১৫ বছরে আমি তাই করি যা আমার ইচ্ছা হয় এবং কেউ আমাকে বলে না আমার কি করতে হবে।’

তিনি বলেন, ‘এটা কি তামাশা? আমার পাসপোর্ট তো আমার হাতে ছিল। আমার হয়ে আমার আইনজীবি আসল ঘটনা খুঁজে বের করবেন। ’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here