নরওয়েতে বজ্রপাত: মারা গেছে ৩ শতাধিক হরিণ

0
305

Dead wild reindeer are seen on Hardangervidda in Norway, after lightning struck the central mountain plateau and killed more than 300 of them, in this handout photo received on August 28, 2016. MANDATORY CREDIT Havard Kjotvedt/SNO/Miljodirektoratet/NTB Scanpix via Reuters FOR EDITORIAL USE ONLY. THIS IMAGE HAS BEEN SUPPLIED BY A THIRD PARTY. IT IS DISTRIBUTED, EXACTLY AS RECEIVED BY REUTERS, AS A SERVICE TO CLIENTS. NORWAY OUT. - RTX2NDQL

নরওয়ের হার্ডেনজিভিডা ন্যাশনাল পার্কে বজ্রপাতে তিন শতাধিকেরও বেশি বলগা হরিণ মারা গেছে। মঙ্গলবার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।স্থানীয় কর্তৃপক্ষ জানায়, শুক্রবার (২৬ আগস্ট) এ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ৭০টি বাচ্চা হরিণসহ অন্তত ৩২৩টি বলগা হরিণ মারা যায়। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, মৃত হরিণগুলো একই স্থানে পড়ে রয়েছে। নরওয়ের পরিবেশ বিষয়ক কর্মকর্তা জরতান জানান, শুক্রবার স্থানটিতে বেশ কয়েকটি বজ্রপাতের শব্দ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে বজ্রপাতের সময় হরিণগুলো একত্রিত হয়েছিল। তাই একই সঙ্গে এতোগুলো হরিণ মারা যায়।এ রকম দুঃখজনক ঘটনা এবারই প্রথম ঘটলো বলে জানান তিনি।

এদিকে,কিরগিজস্তানের রাজধানী বিশকেকে অবস্থিত চীনের দূতাবাসের প্রবেশ পথে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।মঙ্গলবার এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। কিরগিজস্তানের উপ-প্রধানমন্ত্রী জেনিশ রজকভ জানান, এ ঘটনায় হামলাকারী নিহত হয়েছেন এবং দূতাবাসের তিন কর্মকর্তা আহত হয়েছেন। তবে তাদের অবস্থা গুরুতর নয়।স্থানীয় একটি সংবাদমাধ্যম জানায়, হামলাকারী ব্যক্তি গাড়ি নিয়ে গেটে ভেঙে দূতাবাসের ভেতরে প্রবেশ করে। এরপর সে বোমার সাহায্যে নিজেকে উড়িয়ে দেয়।এ বিস্ফোরণের তীব্রতা সম্পর্কে স্থানীয়রা জানান,বিস্ফোরণের সময় তাদের ঘরগুলো কেঁপে উঠেছিলো এবং জানালার কাঁচগুলো ভেঙ্গে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here