শপথ নেয়ার পরপরই অবৈধ অভিবাসী বিতাড়ন শুরু করবেন ট্রাম্প

0
0

ট্রাম্পকে প্রত্যাখ্যানযুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে তিনি একটি ট্র্যাকিং ব্যবস্থা (খুঁজে বের করা) চালু করবেন। এছাড়া বিজয়ী হলে শপথ নেয়ার পরপরই অপরাধীদের বিতাড়ন শুরু করারও অঙ্গীকার করেন তিনি। শনিবার আইওয়াতে এক নির্বাচনী প্রচারণায় বক্তৃতাকালে তিনি অবৈধ অভিবাসী চিহ্নিত করতে তার বিস্তারিত পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি একে ‘আগমন- বহির্গমন’ (এন্ট্রি-এক্সিট) কর্মসূচি হিসেবে উল্লেখ করেন। এ কর্মসূচির আওতায় যারা ভিসার মেয়াদ চলে যাওয়ার পরও যুক্তরাষ্ট্রে বসবাস করবেন তাদের খুঁজে বের করা হবে।

তিনি মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত বরাবর একটি দেয়াল তুলে দিতে তার সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, তিনি অবৈধ অভিবাসীদের সুবিধা নেয়ার সুযোগ বন্ধ করবেন। ট্রাম্প বলেন, ‘আমি একটি সুবিশাল সীমান্ত দেয়াল নির্মাণ, দেশব্যাপী ই-ভেরিফাই ইনস্টিটউট প্রতিষ্ঠা, অবৈধ অভিবাসীদের বিভিন্ন সুযোগ সুবিধা নেয়া বন্ধ, আর যারা তাদের ভিসার মেয়াদের বাইরে এদেশে বসবাস করছে, তাদের খুঁজে বের করতে এক্সিট-এন্ট্রি সিস্টেম চালু করতে যাচ্ছি।’

তিনি বলেন, ‘আমরা যদি ভিসার মেয়াদ না বাড়াই, তাহলে আমাদের সীমান্ত খোলা আছে- আপনাদের চলে যেতে হবে, আর এটা খুবই সাধারণ ব্যাপার।’ ট্রাম্পের প্রাথমিক নির্বাচনী প্রচারণায় অভিবাসনই হল মূল বিষয়। চলতি সপ্তাহের শুরুতে তিনি তার অভিবাসন পরিকল্পনা নরম করার ইঙ্গিত দিয়েছিলেন। তিনি এর আগে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী এক কোটি ১০ লাখ লোককে বিতাড়িত করার কথা বলেছিলেন। তবে পরবর্তীতে তিনি বলেন, কেবল অপরাধীদের যুক্তরাষ্ট্র ছাড়তে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here