বখাটের ছুরিকাঘাতে স্কুল ছাত্রীর মৃত্যু, প্রতিবাদে সড়ক অবরোধ

0
0

বখাটের ছুরিকাঘাতে স্কুল ছাত্রীর মৃত্যু, প্রতিবাদে সড়ক অবরোধবখাটের ছুরিকাঘাতে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থী রিশার মৃত্যুর ঘটনায় সড়ক অবরোধ করেছে স্কুলের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। রবিবার দুপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। কাকরাইলে বখাটে যুবকের ছুরিকাঘাতে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী সুরাইয়া আক্তার রিশা (১৪) রোববার সকাল সাড়ে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে মারা যায়।

রিশার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। তবে এখন পর্যন্ত বখাটে ওবায়েদুলকে ধরা যায়নি বলে জানান রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান। গত ২৪ আগস্ট রিশাকে ছুরিকাঘাত করে ওবায়দুল নামে এক যুবক। ঘটনার পরদিন রিশার মা বাদী হয়ে ওবায়দুলকে একমাত্র আসামি করে রমনা থানায় মামলা দায়ের করেন। মামলায় অভিযোগে বলা হয়, ছয় মাস আগে মায়ের (তানিয়া হোসেন) সঙ্গে ইস্টার্ন মল্লিকার শপিং কমপ্লেক্সের বৈশাখী টেইলার্সে যায় রিশা। সেখানে একটি ড্রেস সেলাই করতে দেয়। দোকানের রিসিটে বাসার ঠিকানা ও মোবাইল নম্বর দেওয়া হয়। রিসিট থেকে মোবাইল নম্বর নিয়ে ওবায়দুল ফোনে রিশাকে বিরক্ত করত। স্কুলে যাতায়াত করার সময় রিশাকে উত্ত্যক্ত করত।

গত ২৪ আগস্ট বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে স্কুলের পাশে ব্রিজের নিচে রক্তাক্ত অবস্থায় রিশাকে পাওয়া যায়। পরে স্কুলের অন্য শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে হাসপাতালে আনে। পেটের বাঁ পাশে ছুরির আঘাতে নাড়ি বের হয়ে যায় তার। নিহত সুরাইয়া আক্তার রিশার বাবার নাম রমজান আলী। তিনি পেশায় একজন ব্যবসায়ী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here