৪৮ ঘণ্টায় পদ্মার পানি বিপদসীমা ছাড়াবে

0
229

20160616_152202বন্যা ঠেকাতে ভারত ফারাক্কা বাঁধ খুলে দেয়ায় পদ্মা নদীর পানি বাড়তে শুরু করেছে। এতে করে পদ্মা পাড়ের মানুষের মধ্যে আতংক দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ফারাক্কা বাঁধ খুলে দেয়ায় পদ্মা নদীর কুষ্টিয়া পয়েন্টে প্রতি তিন ঘণ্টায় দুই সেন্টিমিটার করে পানি বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থা চলতে থাকলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পানি বিপদসীমা অতিক্রম করবে।

বিগত কয়েক বছরের রেকর্ড ভেঙে পানি বিপদসীমার কাছাকাছি দিয়ে বয়ে যাচ্ছে। প্রতিদিন ১২ থেকে ১৩ সেন্টিমিটার করে পানি বৃদ্ধি পাচ্ছে। গত এক সপ্তাহে পদ্মা নদীর রাজশাহী পয়েন্টে প্রায় ৯০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। বৃস্পতিবার দুপুর পর্যন্ত এখানে বিপদসীমার ২১ সেন্টিমিটার নিচ দিয়ে পদ্মার পানি প্রবাহিত হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here