সিরীয় সীমান্ত শহর থেকে আইএস উৎখাতে তুরস্কের অভিযান

0
0

সিরীয় সীমান্ত শহর থেকে আইএস উৎখাতে তুরস্কের অভিযানতুরস্কের সামরিক ও আন্তর্জাতিক জোট বাহিনী সিরীয় সীমান্তের একটি গুরুত্বপূর্ণ শহর থেকে ইসলামিক স্টেট জিহাদিদের উৎখাতে বুধবার অভিযান শুরু করেছে। তুর্কি প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে একথা বলা হয়।সিরীয় শহর জারাব্লুস থেকে রকেট হামলা চালানোর পর তুরস্কের সামরিক বাহিনী জিহাদিদের লক্ষ্য করে গোলাবর্ষণ করায় আগের দিন সিরিয়া-তুরস্ক সীমান্তে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রধানমন্ত্রীর দপ্তরের ওই বিবৃতিতে বলা হয়, ‘তুরস্কের সশস্ত্র এবং আন্তর্জাতিক জোটের বিমানবাহিনী সন্ত্রাসী সংগঠন দায়েশের কবল থেকে আলেপ্পো প্রদেশের জারাব্লুস জেলা মুক্ত করার লক্ষ্যে অভিযান শুরু করেছে।সরকারি বার্তা সংস্থা আনাদোলু জানায়, স্থানীয় সময় ভোর চারটার দিকে এ অভিযান শুরু করা হয়।এর আগে বেসরকারি টেলিভিশন এনটিভিকে দেয়া এক সাক্ষাতকারে উপ-প্রধানমন্ত্রী নুমান কার্টুলমাস বলেন, আঙ্কারা জারাব্লুসকে জাতীয় নিরাপত্তার বিষয় হিসেবে দেখছে। শহরটি তুরস্কের কারকামিস শহরের বিপরীত দিকে অবস্থিত। তিনি বলেন, ‘শুরু থেকেই আমরা এটা বলছি যে, জারাব্লুসের মতো অন্য যেকোন নগরী আইএসের দখলে থাকা অগ্রহণযোগ্য।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here