দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে সোমবার ঢাকা আসছেন জন কেরি

0
0

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি

আগামী ২৯ আগস্ট ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। ১ দিনের এই সফরে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের সকল দিক নিয়ে আলোচনা হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।পররাষ্ট্রমন্ত্রী বলেন, অনেকদিন ধরেই জন কেরির আসার কথা ছিলো। নানা কারণে তিনি আসতে পারেননি। তিনি আগামী ২৯ আগস্ট আসছেন। এখন সফরের প্রস্তুতি পর্ব চলছে। তার এই সফরে সম্পর্কের সমস্ত দিক নিয়ে আলোচনা হবে উভয় দেশের মধ্যে।বুধবার বাংলাদেশ ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ এ (বিআইআইএসএস) আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এদিকে,অনেক আগে থেকেই বাংলাদেশ সফরে আগ্রহ প্রকাশ করে আসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। সে আগ্রহে এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতেই তিনি সফরে আসছেন বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।বুধবার পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন তিনি। রাজধানীর শেরেবাংলা নগরে মন্ত্রীর নিজ কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।পরিকল্পনামন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূতের মধ্যে দেশের জ্বালানি খাতসহ সার্বিক অর্থনীতির বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশে আমেরিকার বিনিয়োগ ও নিরাপত্তার বিষয়টিও বৈঠকে উঠে আসে।

এলএনজি টার্মিনাল বিষয়ে বার্নিকাট বলেন, এখানে বিনিয়োগ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। পৃথিবীর বিভিন্ন দেশ এলএনজি টার্মিনালে বিনিয়োগ করতে চায়। তবে বাংলাদেশের যাকে বেটার মনে হবে তাকেই বেছে নেবে। জ্বালানি খাতের উন্নয়নে বাংলাদেশ অনেক এগিয়েছে। এ খাতে বিনিয়োগের অন্যতম ভালো স্থান বাংলাদেশ।মুস্তফা কামাল ও বার্নিকাটের মধ্যে সোনাদিয়া গভীর সমুদ্রবন্দর নিয়েও বিস্তারিত আলোচনা হয়। এ প্রসঙ্গে পরিকল্পনা মন্ত্রী বলেন, সোনাদিয়া গভীর সমুদ্রবন্দরে যুক্তরাষ্ট্র বিনিয়োগ করতে চায়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী।তিনি আরও বলেন, ‘নিরাপত্তার বিষয়ে আলোচনা হয়েছে। আমরা বলেছি, হলি আর্টিজানে হামলা একটি অনাকাঙ্খিত ঘটনা। বাংলাদেশে বিনিয়োগকারীদের সব ধরনের নিরাপত্তা দেওয়া হবে।

আগামী ২৯ আগস্ট ঝটিকা সফরে ঢাকায় আসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তার সফরটি হবে কয়েক ঘণ্টার জন্য। কূটনৈতিক চ্যানেলে গুরুত্বপূর্ণ ওই সফরের সূচি চূড়ান্ত করার কাজ চলছে। সফর শেষে সার্বিক বিষয়ে ওয়াশিংটন থেকে বাংলাদেশকে অবগত করা হবে বলেও জানান বার্নিকাট।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির আসন্ন বাংলাদেশ সফরে সব বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী।বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে শেষে সাংবাদিকরা মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর নিশ্চিত কি না- জানতে চাইলে মাহমুদ আলী বলেন,

“হ্যাঁ। তিনি আসছেন ২৯ অগাস্ট। অনেক দিন ধরে তার আসার কথা ছিল। তিনি আসছেন; আমরা আনন্দিত।পররাষ্ট্রমন্ত্রী বলেন, জন কেরির এই সফরে সম্পর্কের সব দিক নিয়ে, বিশেষ করে বর্তমান আন্তর্জাতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হবে।এর আগে মঙ্গলবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ২৯ অগাস্ট বাংলাদেশে সংক্ষিপ্ত সফরে আসার কথা করেছিলেন।তিনি বলেন, ২৯ অগাস্ট ঢাকা এসে ওই দিনই নয়া দিল্লির উদ্দেশ্যে যাত্রা করবেন কেরি।সাড়ে তিন বছর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম বাংলাদেশে আসছেন জন কেরি।গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় ১৭ বিদেশিসহ ২০ জিম্মি নিহত হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী।

সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত বলে প্রেসিডেন্ট ওবামার পক্ষ থেকে শেখ হাসিনাকে বলেছিলেন তিনি।পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী গত বছর কেরিকে ঢাকা আসার আমন্ত্রণ জানান। তিনি ‘শিগগির’ আসবেন বলে সে সময় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন মন্ত্রী।তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, কেরির এই সফর হচ্ছে হঠাৎ করেই। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ বিষয় নিয়ে আলোচনা হয়।সংক্ষিপ্ত সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ করবেন জন কেরি।সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও তিনি বৈঠক করবেন।

গুলশান হামলার পর যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল বাংলাদেশ ঘুরে যান। সন্ত্রাস-জঙ্গিবাদ মোকাবেলায় যুক্তরাষ্ট্রের বিশেষায়িত জ্ঞান দিয়ে বাংলাদেশকে সহযোগিতার প্রস্তাব দেন তিনি।গত জুনে ওয়াশিংটনে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের ‘অংশীদারিত্ব সংলাপে’ আইএস ও আল-কায়েদার মতো জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে একযোগে কাজ করতে সম্মত হয় দুই দেশ।পাশাপাশি যুক্তরাষ্ট্রের কাউন্টারটেররিজম পার্টনারশিপস ফান্ডেও (সিটিপিএফ) বাংলাদেশের যোগ দেওয়ার ঘোষণা আসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here