নিউইয়র্কে বাংলাদেশি ইমামসহ দুইজনের হত্যাকাণ্ড অস্কার মোরেলের ঘর থেকে উদ্ধার করা পিস্তলের গুলিতেই হয়েছে। পুলিশের ব্যালিস্টিক পরীক্ষায় এমন প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি রিচার্ড ব্রাউন।
প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী হত্যাকারীর পোশাক, গাড়ী সবই পাওয়া গেছে বলেও তদন্তকারী সংস্থা কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি দপ্তরকে জানিয়েছে। এসব তথ্যের ভিত্তিতে সোমবার আদালতে গ্রান্ড জুরির শুনানিতে অস্কার মোরেলকে পরিকল্পিত এবং ইচ্ছাকৃত হত্যাকাণ্ডের অভিযোগসহ ৫টি অভিযোগে অভিযুক্ত করা হয়।
তবে হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি তদন্তকারী সংস্থা। এ হত্যাকাণ্ডের ঘটনায় অস্কার মোরেল দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ সাজা প্যারোলবিহীন আমৃত্যু কারাদণ্ড হতে পারে। গত ১৩ই আগস্ট নিউইয়র্কের ওজন পার্ক এলাকায় ‘আল ফুরকান’ মসজিদের বাংলাদেশি ইমাম আকনজি ও তার সহযোগী তারা মিয়াকে গুলি করে হত্যা করা হয়।