বনের গাছ কাটা যাবে না ২০২২ সাল পর্যন্ত

0
0

22-08-16-PM_Cabinet Meeting-2

দেশের জীববৈচিত্র্য রক্ষায় সংরক্ষিত ও প্রাকৃতিক বনাঞ্চলের গাছ কাটার ওপর বিধি-নিষেধের সময় ২০২২ সাল পর্যন্ত বাড়িয়েছে সরকার। গাছ কাটার ওপর আরোপিত বিধি-নিষেধের মেয়াদ ২০১৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হয়। ফলে গত ১ জানুয়ারি থেকে এ বিধি নিষেধ কার্যকর ধরা হবে। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, পরিবেশ ও বন মন্ত্রণালয় দেশের জীববৈচিত্র্য রক্ষার উদ্দেশ্যে সংরক্ষিত ও প্রকৃতিক বনাঞ্চলের গাছ কাটার ওপর আরোপিত বিধি-নিষেধ ২০২৫ সাল পর্যন্ত বহাল রাখার প্রস্তাব করেছিল। তবে সরকার তা ২০২২ সাল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here