উ. কোরিয়ায় নিজস্ব ভিডিও স্ট্রিমিং ‘ম্যানবাং’

0
0

North+Korea+has+released+its+own+on-demand+video+serviceসামাজিক মাধ্যম থেকে শুধু করে ইন্টারনেটের প্রায় সবকিছুতেই নিজস্ব মাধ্যম ব্যবহার করায় পরিচিত উত্তর কোরিয়া। বর্তমান প্রজন্মে ভিডিও স্ট্রিমিং যখন বেশ জনপ্রিয় সেবা, তখন এ খাতেও দেশটি নিয়ে এসেছে নিজস্ব মাধ্যম। সারা বিশ্ব থেকে ভালোভাবেই বিচ্ছিন্ন উত্তর কোরিয়া। নানা বিধি মোতাবেক এর সঙ্গে নেই অধিকাংশ দেশের বাণিজ্য সম্পর্ক। এমনকি সামীবদ্ধ করে রাখা হয়েছে দেশটির নাগরিকদের ইন্টারনেট অ্যাকসেস করার সুযোগও।

উত্তর কোরিয়া সম্পর্কিত সংবাদদাতা মার্কিন সাইট এনকে নিউজ-এর বরাতে প্রযুক্তি সাইট ভার্জ জানিয়েছে, দেশটির বাসিন্দাদের জন্য আনা হয়েছে নিজস্ব ভিডিও সম্প্রচার সেবা। ম্যানবাং নামের এই স্ট্রিমিং সার্ভিস উন্মোচন করেছে কোরিয়া সেন্ট্রাল টেলিভিশন। এই ‘ম্যানবাং’ শব্দের অর্থ হচ্ছে ‘সবখানে’ বা ‘সর্বত্র’। এর মাধ্যমে দেশের দর্শকরা ডকুমেন্টারি বা অন্যান্য অনুষ্ঠান পুনরায় চালিয়ে দেখতে পাবেন। সেই সঙ্গে যারা রুশ বা ইংরেজি ভাষা শিখতে চান, তাদের জন্য ভাষা শিক্ষা কার্যক্রমও পরিচালনা করা হবে এতে।

এই ডিভাইসে একটি ইন্টারনেট প্রটোকল টেলিভিশন ব্যবহার করা হয়েছে, যা পুরোপুরি আলাদা একটি বক্স হিসেবে কাজ করে, অনেকটা অ্যাপল টিভি’র মতো। এটি কয়েকটি উত্তর কোরীয় নেটওয়ার্কে সরাসরি অ্যাকসেস দেয়। এর আগে চলতি বছর মে মাসে উত্তর কোরিয়াতেই ফেইসবুকের একটি প্রতিরূপ বানানো হয়। বেস্ট কোরিয়া’স সোশাল নেটওয়ার্ক নামের এই সামাজিক যোগাযোগের মাধ্যমে বিশ্বের যে কোনো দেশের যে কোনো মানুষ অ্যাকাউন্ট খুলতে পারেন।

ডাইন-এর গবেষক ডাগ ম্যাডোরি এই ওয়েবসাইটের সার্ভার শনাক্ত করেছেন, এবং এটি উত্তর কোরিয়া থেকে চালানো হচ্ছে বলে তিনি জানান। ডাইন একটি মার্কিন প্রতিষ্ঠান, যারা বিশ্বব্যাপী ইন্টারনেট ব্যবহার আর অ্যাকসেস নিয়ে পর্যবেক্ষণ করে থাকে।

পিএইচপিডলফিন নামের একটি সফটওয়্যার সিস্টেম ব্যবহার করে এই ফেইসবুকের প্রতিরূপ বানানো হয়েছে বলে জানান তিনি। এটি একটি বিশেষ টেমপ্লেটভিত্তিক সফটওয়্যার সিস্টেম যা দিয়ে যে কেউ চাইলে ফেইসবুকের প্রতিরূপ বানাতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here