দখলকৃত হল পুনরুদ্ধার, নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারের জায়গা জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে হস্তান্তর এবং নতুন আবাসিক হলের দাবিতে ডাকা ছাত্র ধর্মঘটে ২য় দিনের মত অচল হয়ে পড়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
গত বৃহস্পতিবার ধর্মঘটের ডাক দেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।এরই ধারাবাহিকতায় জবির প্রধান ফটকসহ সবগুলো ফটকে তালা ঝুলিয়ে সকাল থেকে আন্দোলন শুরুকরে সাধারণ শিক্ষার্থীরা।ফলে, অচল হয়ে যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম। পরবর্তীতে ২১আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলা দিবসের কারণে প্রধান ফটকের তালা খুলে দিলেও সকল ফ্যাকাল্টির গেটে তালা ঝুলিয়ে দেয় সাধারণ শিক্ষার্থীরা।
ধর্মঘটের কারনে পূর্বনির্ধারিত কোন ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।ফলে থমকে পড়েছে জবির শিক্ষা কার্যক্রম।আন্দোলনরত শিক্ষার্থীদের মতামত, প্রধানমন্ত্রীর ঘোষণা ছাড়া আমরা ক্লাসে ফিরবো না। আমরা হলের দাবি আদায়ে বারবার ব্যর্থ হয়েছি এবার ন্যায্য অধিকারে আমরা অনড়;আমাদের দাবী আদায় করেই ক্লাস-পরীক্ষায় অংশ নেব।যে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, দাবী আদায় না হলে আগামীকাল সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে স্মারকলিপি প্রদানের জন্য মিছিলের ডাক দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।