ত্রিপল-ত্রিপল জিতেই অলিম্পিক শেষ করলেন বোল্ট

0
277

রিওতে ১০০ মিটার স্প্রিন্টে বোল্টের ইতিহাস

১০০মিটার রিলেতে আবারো জ্যামাইকাকে স্বর্ণপদক উপহার দিয়েছেন গতি তারকা উসাইন বোল্ট ও তার বাহিনী। আর এর মাধ্যমে অলিম্পিকের ইতিহাসে ত্রিপল-ত্রিপল’ জয়ের মাধ্যমে নিজের অমরত্ব প্রতিষ্ঠা করে গেলেন বোল্ট। অলিম্পিকের ইতিহাসে একই ইভেন্টে পরপর তিনটি স্বর্ণ কোন এ্যাথলেটই এ পর্যন্ত অর্জন করতে পারেননি। আর বোল্ট তা করে দেখিয়েছেন তিনটি ইভেন্টে পরপর তিনবার। ট্র্যাক এন্ড ফিল্ডে দুইবারও কোন ইভেন্টে নিজের স্বর্ণ ধরে রাখতে পারেননি কোন এ্যাথলেট। সব মিলিয়ে বোল্টের অলিম্পিক স্বর্ণের সংখ্যা দাঁড়িয়েছে রেকর্ড ৯টি।

আসাফা পাওয়েল, ইয়োহান ব্লেক, নিকেল আশমিডেকে নিয়ে বোল্ট ৩৭.২৭ সেকেন্ড সময় নিয়ে জ্যামাইকাকে স্বর্ণ উপহার দেন। ৩৭.৬০ সেকেন্ড সময় নিয়ে জাপান রৌপ্য পদক জয় করে বিস্ময় সৃষ্টি করেছে। তৃতীয় স্থানে থেকে প্রতিযোগিতা শেষ করার পরেও যুক্তরাষ্ট্রকে ডিসকোয়ালিফাইড ঘোষনা করলে ৩৭.৬৪ সেকেন্ডে ক্রসলাইন অতিক্রম করা কানাডিয়ান দলটিকে ব্রোঞ্জ পদকের জন্য যোগ্য ঘোষনা করা হয়েছে।২০০৮ ও ২০১২ সালের অলিম্পিক গেমসে ১০০ মিটার, ২০০ মিটার ও ১০০ মিটার রিলেতে ৬টি স্বর্ণ পদক জয়ের পরে টানা তৃতীয়বারের মত বোল্ট নিজের সবগুলো স্বর্ণ পদক ধরে রাখার হ্যাটট্রিক পূর্ন করলেন, যা অলিম্পিকের ইতিহাসে প্রথম। আগামী বছর অবসরের ঘোষনা দেয়া বোল্ট এর মাধ্যমে কার্ল লুইস ও পাভো নুরমির সাথে ট্র্যাক এন্ড ফিল্ডে তৃতীয় এ্যাথলেট হিসেবে অলিম্পিকে ৯টি স্বর্ণ পদকের গর্বিত মালিক হলেন। রিলের স্বর্ণের মাধ্যমেই বর্তমান যুগের বিস্ময়কর এই গতি তারকা নিজের বর্ণাঢ্য অলিম্পিক ক্যারিয়ারের ইতি টানলেন। একইসাথে নিজেকে দিয়ে গেলেন স্বর্ণযুগের এক বিস্ময়কর ‘অমরত্ব’। আর কোন এ্যাথলেটের পক্ষে আদৌ এই রেকর্ড ভাঙ্গা সম্ভব কিনা তা নিয়ে যথেষ্ঠ প্রশ্ন রয়েছে। বোল্ট নিজেও সরাসরি সেটা না বললেও অন্তরে ঠিকই বিশ্বাস করে গেছেন এবং বিদায়বেলায় আত্মবিশ্বাসের সাথে তার ইঙ্গিতও দিয়ে গেছেন।

গত রোববার ইতিহাসের প্রথম এ্যাথলেট হিসেবে ১০০মিটারে হ্যাটট্রিক স্বর্ণ জয় করে নিজেকে প্রথম অনন্য এক উচ্চতায় নিয়ে যান। এরপর বৃহস্পতিবার নিজের সবচেয়ে পছন্দের ইভেন্ট ২০০ মিটারেও একই কৃতিত্ব দেখান। বাকি ছিল দলীয় ইভেন্টে সতীর্থদের নিয়ে তেমনই কিছু একটা করে দেখানোর।

আগামী বছর লন্ডনে বিশ্ব চ্যাম্পিয়নশীপের আগে নিজের কৃতিত্বগুলো নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন বোল্ট। ঐ আসরের মাধ্যমেই ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন থান্ডার বোল্ট। ২০০ মিটারে স্বর্ণ জয়ের পরে প্রথম কোন অ্যাথলেট হিসেবে টানা তিন অলিম্পিকে স্প্রিন্টের দু’টি ব্যক্তিগত ইভেন্টে সোনা জয়ের রেকর্ড গড়া এই জ্যামাইকান নিজেকে সর্বকালের সেরা ক্রীড়াবিদদের আসনে জায়গা দেয়ার অনুরোধ জানিয়েছিলেন। বিশ্বের এই দ্রুততম মানবের দাবী তাকে যেন পেলে, মোহাম্মদ আলী ও মাইকেল ফেল্পসের পাশে স্থান দেয়া হয়।শুক্রবার ২০০ মিটার ইভেন্টে স্বর্ণ জয় করার পর সংবাদ সম্মেলনে হাজির হয়ে বোল্ট বলেছিলেন, আলী ও পেলেদের মত কিংবদন্তী হবার জন্য আমি সর্বাত্মক চেষ্টা করেছি। এখন আমি অপেক্ষায় আছি আমাকে নিয়ে কি লিখেন সেটি দেখার জন্য। আমি দেখার অপেক্ষায় আছি সংবাদ মাধ্যমে আমার নামের পাশে কি খেতাব দেয়া হয়।

বোল্ট বলেন, ‘আমি আমার পুরো খেলোয়াড়ী জীবনে এই মুহূর্তটির জন্য পরিশ্রম করে গেছি। একটাই প্রত্যাশা ছিল সবাই আমাকে সর্বকালের সেরাদের কাতারে বসাবে। বিশ্ব ও অলিম্পিকের ১৯টি পদক জয় করা বোল্ট বলেন, ‘আমি নিজেকে প্রমাণ করেছি যে আমি কিংবদন্তী। এই লক্ষ্য নিয়েই আমি এখানে এসেছিলাম। এ কারণে এটিকে আমার জীবনের শেষ অলিম্পিক বলেও জানিয়ে দিয়েছি।এখন আমার প্রমাণের আর কিছু নেই। একজন ক্রীড়াবিদ হিসেবে অ্যাথলেটিকসে আটটি স্বর্ণ পদক জয় করাটা বিশাল ব্যাপার। এখন আমি নিজেকে সেরার আসনে প্রতিষ্ঠিত করে ফেলেছি। এরপর আর কিছুই করার নেই।
শুক্রবারের সেই ঘোষনাটা শেষ পর্যন্ত সত্যি হয়েই দেখা দিল, বোল্টকে ইতোমধ্যেই সর্বকালের সেরা এ্যাথলেট হিসেবে অনেকেই অভিহিত করে ফেলেছে। এখন শুধুমাত্র আনুষ্ঠানিক স্বীকৃতির অপেক্ষা। আন্তর্জাতিক এ্যাথলেটিক ফেডারেশনের সভাপতি সেবাস্টিন কো অবশ্য এক্ষেত্রে বোল্টের আশা কিছুটা হলেও পূরণ করে ফেলেছেন। কো বলেছেন, এই মানুষটি সত্যিই অসাধারণ, এ্যাথলেটিক্সকে সে যে পর্যায়ে নিয়ে গেছে তাতে তাকে সর্বকালের সেরা বক্সার মোহাম্মদ আলীর সাথে তুলনা করাই যায়। মোহাম্মদ আলীর পরে আর কোন ক্রীড়াবিদই বোল্টের মত এত জনপ্রিয়তা অর্জন করতে পারেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here