স্টেডিয়ামে ঢুকেই দর্শকদের ভি চিহ্ন দেখালেন উসাইন বোল্ট। ট্র্যাকে নামার আগেই জয়! এতে অবশ্য কারও আপত্তি জানানোর কথাও নয়। বোল্ট নামবেন, জিতবেনÑএই তো ‘নিয়ম’! ঈুরুষদের ২০০ মিটার ফাইনালেও ব্যতিক্রম হয়নি। ১৯.৭৮ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন সোনা। টানা তিনটি অলিম্পিকে ১০০ মিটার জয়ের হ্যাটট্রিক করেছিলেন আগেই। এবার পুরুষদের ২০০ মিটারে হ্যাটট্রিকও করে ফেললেন বজ্রবিদ্যুৎ।২০০ মিটার জিতে আরও কিছু প্রথম-এর সঙ্গে জড়িয়ে গেছে তাঁর নাম। অলিম্পিক ও বিশ্বচ্যাম্পিয়নশিপ মিলিয়ে একই ইভেন্ট টানা সাতবার জেতার এটাই প্রথম কীর্তি। বয়স ২৯ হয়ে যাওয়ার পর ২০০ মিটার জয়ের প্রথম কীর্তিও। বোল্ট জিতেছেন ২৯ বছর ৩৬৩ দিন বয়সে। বোল্ট তাঁর প্রিয় ইভেন্টে জিতবেন, অনুমেয়ই ছিল। তবে সবার আগ্রহ ছিল ১৯.১৯ সেকেন্ডের বিশ্ব রেকর্ডটা ভেঙে দিতে পারেন কি না। বোল্ট নিজেও জানিয়েছিলেন, বিশ্ব রেকর্ডের জন্য চেষ্টা করবেন। তাঁর চেষ্টার অবশ্য কমতিও ছিল না। হিট কিংবা সেমিফাইনালের মতো আয়েশি ভঙ্গিতে দৌড়াননি, হেসেখেলে শেষ করার বিলাসিতাও দেখাননি জ্যামাইকান স্প্রিন্টার। তবুও রেকর্ডটা ভাঙতে পারেননি। ভাঙতে পারেননি ১৯.৩০ সেকেন্ডের অলিম্পিক রেকর্ডও। ২০০ মিটারের সেমিফাইনালে যে সময়টা নিয়েছিলেন(১৯.৭৮ সেকেন্ড)সেটি ফাইনালেও থাকল।যদিও নিকটতম প্রতিদ্বন্দ্বীরা স্পষ্ট ব্যবধানেই পিছিয়ে। ২০.০২ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন কানাডার স্প্রিন্টার আন্দ্রে দে গ্রাস, ২০.১২ সেকেন্ড সময়ে তৃতীয় ফ্রান্সের ক্রিস্টোফে লেমাত্রে।
কোন কথাটাকে শিরোনাম করা উচিতÑএটি নিয়ে একটুও ভাবতে হচ্ছে না। শিরোনামটা দিয়ে দিলেন উসাইন বোল্ট নিজেই। টানা তৃতীয় অলিম্পিকে ‘স্প্রিন্ট ডাবল’ জয়ের অবিশ্বাস্য কীর্তির পরই ঘোষণা করলেন, আমার আর কিছু করার বাকি নেই। বিশ্বের কাছে প্রমাণ করেছি যে, আমিই গ্রেটেস্ট। এটা করতেই আমি এখানে এসেছিলাম, সেটাই করে যাচ্ছি। আমার আর কিছু প্রমাণ করার নেই।আসলেই নেই। এক এবং অদ্বিতীয় তিনি আগেই হয়েছিলেন। তিন অলিম্পিকে দূরে থাক, টানা দুই অলিম্পিকে স্প্রিন্ট ডাবল জয়ের কীর্তিও ছিল শুধু তাঁর একারই। সবার ওপরেই ছিলেন। আরও একটু ওপরে তুলে নিলেন নিজেকে, এই যা!
একটু যদি আফসোস থেকে থাকে, তা হলো কথা রাখতে না পারার। নিজের বিশ্ব রেকর্ড ভেঙে ২০০ মিটার জিততে চেয়েছিলেন। সেটি না পারাতেই বোল্ট বুঝলেন, তাঁর বয়স হয়ে গেছে, আমার পা কেন যেন চলছিল না। বুড়ো হয়েছি না! আমি তো আর এখন ২৬ বছরের নই, ২১ বছরের নই। সেটির প্রমাণ পাওয়া যাচ্ছে বোল্টের কথাবার্তাতেও। আমুদে স্বভাবটা তো আর যাওয়ার নয়। সংবাদ সম্মেলনে মজা করছেন এখানেও। তবে এথেন্স ও লন্ডন অলিম্পিকে বোল্টকে যাঁরা দেখেছেন, তাঁরাই শুধু বুঝবেন, সেই বোল্ট আর এই বোল্ট এক নন। কথাবার্তায় এখন অনেক বেশি পরিমিতিবোধ। নিজেকে গ্রেটেস্ট দাবি করছেন, কিন্তু সর্বকালের সেরা অলিম্পিয়ান হিসাবে মাইকেল ফেল্প্সের সঙ্গে যখন তুলনার প্রসঙ্গ এলো, তাঁকে ঠিকই দিচ্ছেন প্রাপ্যটা। দুজন দুটি ভিন্ন খেলার লোক, তাই তুলনা করাটা কঠিনÑবলার পর ফেল্প্সের এত সব অর্জন সম্পর্কে প্রকাশ পাচ্ছে শ্রদ্ধা। যেটি আরও বেড়ে গেছে ফিরে আসার পরও ফেল্প্স নিজেকে যেভাবে সেরা বলে প্রমাণ করেছেন, সে কারণে ।
মন খুলে রূপাজয়ী আন্দ্রে ডি গ্রাসের প্রশংসা করলেন, ও আমাকে হারাতে চেয়েছে। এটা আমার খুব ভালো লেগেছে। গ্রাসের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে এরপরই যোগ করলেন তবে আমি তরুণদের সব সময়ই বলি, আমাকে হারাতে পারবে না। আমি পিচ্চিপাচ্চার কাছে হারতে পছন্দ করি না। লন্ডনে ডাবল ট্রিপল জয়ের পরই বলেছিলেন, তিনি চান লোকে তাঁকে মোহাম্মদ আলী আর পেলের সঙ্গে এক কাতারে রাখুক। এখন তো তাই রাখা উচিত, তাই না? এ জন্যই এত বছর ধরে পরিশ্রম করে এসেছেন; সেরা হওয়ার জন্য, গ্রেটদের সঙ্গে এক কাতারে থাকার জন্য এত পরিশ্রম যে সফল হয়েছে, এই প্রশ্নটি করাতেই সেটির প্রমাণ পেয়ে গেলেন বোল্ট। তবে শেষ বিচারের ভারটা ছেড়ে দিলেন সংবাদমাধ্যম আর ফ্যানদের ওপর। ‘আমি এই অলিম্পিক শেষ হওয়া অপেক্ষা করে দেখতে চাই মিডিয়া আর ফ্যানরা আমাকে ওই দলে রাখে কি না’Ñবলেই দুষ্টুমির হাসি দিয়ে বললেন, দেখি, আজ আর কাল আপনারা কী লেখেন!গ্রেটেস্ট’ ছাড়া কিই-বা লেখার আছে!