ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল : ঘরবাড়ি ছেড়েছে হাজারো মানুষ

0
249

thenewscompany

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা অব্যাহত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাদের অনেকেই বলছেন, তাদের সারাজীবনেও তারা এ ধরনের দাবানল দেখেননি। ভয়াবহ এ দাবানলের কারণে হাজারো মানুষ বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে। বৃহস্পতিবার বিভিন্ন সংবাদমাধ্যম একথা জানায়।

দাবানলের কারণে সংশ্লিষ্ট এলাকার অধিবাসীদের বাধ্যতামূলকভাবে নিরাপদে সরে যেতে বলা হয়েছে। ওই এলাকায় ৮২ হাজারের বেশি মানুষ বাস করে। ব্লু কাট’ নামের এ দাবানলে ঘরবাড়ি পুড়ে গেছে। ক্যালিফোর্নিয়া ও নেভাদার মধ্যকার যোগাযোগব্যবস্থা ব্যাহত হয়েছে।দাবানলের লেলিহান শিখা থেকে প্রাণ বাঁচাতে লোকজনকে দৌড়ে পালাতে হচ্ছে।গত মঙ্গলবার অঙ্গরাজ্যের স্যান বার্নার্দিনো কাউন্টির খরায় আক্রান্ত একটি পাহাড়ি গিরিপথে দাবানলের সূত্রপাত। এক দিন পরে ওই দাবানল প্রায় ৪৭ বর্গমাইল এলাকায় ছড়িয়ে পড়ে।আগুন নেভাতে দমকলবাহিনীর ১ হাজার ৩শ’ কর্মীর প্রচেষ্টা চালানো সত্ত্বেও দাবানল থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না; বরং তা নিয়ন্ত্রণহীনভাবে ছড়িয়ে পড়ছে।

কমান্ডার মাইক ওয়াকোসকি বলেন, তিনি তার ৪০ বছরের চাকরিজীবনে এমন ভয়ংকর দাবানল দেখেননি।স্যান বার্নার্দিনো কাউন্টির ফায়ার সার্ভিসের প্রধান মার্ক হার্টউইগ বলেন, এই দাবানল অনেক কঠিনভাবে ছোবল দিয়েছে এবং দ্রুত ছড়িয়ে পড়ছে। এমন তীব্রতার দাবানল আগে দেখা যায়নি।দাবানলে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে কেউ হতাহত হয়েছে কি না, তা নিশ্চিত হতে সংশ্লিষ্ট এলাকায় তল্লাশি চলছে।এ দাবানলে কতগুলো ঘরবাড়ি ধ্বংস হয়েছে কর্তৃপক্ষ তা জানাতে পারেনি। তবে শত শত ঘরবাড়ি ধ্বংসের আশঙ্কা করা হচেছ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here