বঙ্গবন্ধুকে কটুক্তিমুলক স্ট্যাটাস: চাটমোহরে ছাত্রলীগের বিক্ষোভ, ভাংচুর

0
299

Pabna-Facebook-Status-1

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে কটুক্তি করে স্ট্যাটাস দেয়ার প্রতিবাদে পাবনার চাটমোহরে বিক্ষোভ মিছিল ও একটি লাইব্রেরীতে হামলা করে ভাংচুর করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। এ সময় ওই লাইব্রেরীতে তালাও ঝুলিয়ে দেয় তারা।

বিক্ষুব্ধ নেতাকর্মীরা জানান, পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মোজাম্মেল হক সমাজীর কনিষ্ঠ পুত্র অষ্ট্রেলিয়া প্রবাসী শোভন সমাজী পাপ্পু জাতীয় শোক দিবসের দিন (সোমবার ১৫ আগষ্ট) দুপুরে তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে তিনি লেখেন “জাতি হিসেবে আমাদের উপরে আর কেউ নেই। আমরাই সেরা। দেরিতে হলেও পূর্ব পুরুষের করা অনেক ভুল আমরা আজ বুঝতে পারছি। আমরা জানছি শেখ মুজিব প্রকৃতপক্ষে ছিলেন গুন্ডা প্রকৃতির। ৫২, ৬৬, ৬৯, ৭১ সবই ছিল শেখ মুজিবের স্ট্যান্টবাজী। বাংলাদেশের অখন্ডতা সাড়ে সাত কোটি মানুষের প্রত্যেকে চাইলেও শেখ মুজিব চাননি, সে বিষয়ে আমরা নিশ্চিত। ৭ই মার্চের অগ্নিঝরা ভাষন; সে তো আওয়ামীলীগ ডিজিটাল দূর্বৃত্তায়ন। ক্ষমতালিপ্সু মুজিব পাকিস্তানী প্রভুর বিরাগভাজন হওয়ার ভয়ে বিরত ছিলেন স্বাধীনতার ঘোষণা দেয়া পর্যন্ত। আয়েশী মুজিব যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে বেঁচে ছিলেন নিরাপদ ভবিষ্যতের আশায়। আমাদের ফ্যামিলী ট্রি’র মগডালে বসে আছে মীরজাফর; আমরা আরো, আরো জানতে চাই। কি অনায়াশেই না আমরা আজ জাস্টিফাই করি মুজিব হত্যা! পৃথিবীর শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর জাতি আমরা।

bongobondhu-kotukti

শোভন সমাজী পাপ্পুর ফেসবুকের এই স্ট্যাটাস নিয়ে মঙ্গলবার দিনভর চাটমোহরে সমালোচনার ঝড় ওঠে। চাটমোহর উপজেলাল আওয়ামীলীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ এবং অসন্তোষ দেখা দেয়। বিষয়টি টের পেয়ে মঙ্গলবার দুপুরের দিকে স্ট্যাটাস দেবার ২৪ ঘন্টা পর শোভন সমাজী বঙ্গবন্ধুকে নিয়ে লেখা তার স্ট্যাটাসটি ফেসবুক থেকে মুছে ফেলেন।

বঙ্গবন্ধুকে গুন্ডা স্ট্যান্টবাজসহ নানা ধরণের কটুক্তি করার প্রতিবাদে মঙ্গলবার রাত দশটার দিকে চাটমোহর উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীরা পৌর সদরের বিক্ষোভ মিছিল করে সমাজী ও তার পরিবারের বিরুদ্ধে নানা শ্লোগান দেয়। এক পর্যায়ে বিক্ষোভ মিছিলটি শাহী মসজিদ মোড়ে পৌঁছালে বিক্ষুব্ধ নেতাকর্মীরা সেখানে প্রতিষ্ঠিত অধ্যক্ষ সমাজী পাবলিক লাইব্রেরী এবং সমাজী ফাউন্ডেশনের কার্যালয় ভাংচুর করে দরজায় তালা ঝুলিয়ে দেয়। পরে বিক্ষোভ মিছিলটি থানা মোড়ে আমতলায় গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়। এ সময় ছাত্রলীগের সভাপতি মো. আব্দুল আলীমের সভাপতিত্বে বক্তব্য দেন, নিমাইচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান প্রকৌশলী এএইচএম কামরুজ্জামান খোকন, মূলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. রাশেদুল ইসলাম বকুল, শেখ ইদ্রিস আলী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হজরত আলী, চাটমোহর ডিগ্রী অনার্স কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আব্দুল ওয়াহিদ বকুল প্রমুখ। বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অষ্ট্রেলিয়া প্রবাসী শোভন সমাজী পাপ্পু কটুক্তি করায় তার শাস্তি দাবী করেন। পাশাপাশি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া না হলে চাটমোহরে কঠোর কর্মসুচী ঘোষনা দেন।এ ব্যাপারে চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার বেগম শেহেলী লায়লা জানান, বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করে ফেইসবুকে স্ট্যাটাস দেবার বিষয়টি আমি শুনেছি। ওই ঘটনাটি যাচাই-বাছাই এবং তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে। এ ব্যাপারে চাটমোহর থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার জানান, বিষয়টি আমাদের উর্ধতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here