লন্ডনের ক্রমওয়েল হাসপাতালে গত বৃহস্পতিবার টাইগার পেসার মোস্তাফিজুর রহমানের বাম কাঁধে সফল অস্ত্রোপচার করেন অভিজ্ঞ অর্থোপেডিক সার্জন ওয়ালেস। সবকিছু ঠিক থাকলে আগামী শুক্রবার বাংলাদেশে ফিরবেন মোস্তাফিজ।তবে, দেশে ফেরার আগে আগামী বুধবার (১৭ আগস্ট) মোস্তাফিজের আবার চিকিৎসকের কাছে যেতে হবে। কাটার মাস্টারকে স্থানীয় সময় দুপর ১২টায় সার্জন ওয়ালেস ফার্টিয়াস ক্লিনিকে আরেকবার দেখবেন।
সাসেক্স ছেড়ে দেওয়ার পর মোস্তাফিজ যুক্তরাজ্যপ্রবাসী এ জি এম সাব্বিরের বাসায় অবস্থান করছিলেন। তবে, অস্ত্রোপচারের পর গত শনিবার পূর্ব লন্ডনের ডেগেনহামে মোস্তাফিজকে নিয়ে বোনের বাসায় উঠেন সাব্বির।হাত-পায়ে যাতে জড়তা না এসে যায় সে কারণে আপাতত মোস্তাফিজকে হালকা ব্যায়ামের একটি তালিকা দেওয়া হয়েছে। ওয়ালেসের পরামর্শ অনুযায়ী তার ফিজিওথেরাপি শুরু হবে আরও পরে। পুনর্বাসন প্রক্রিয়া ঠিকমতো চললে ৫ থেকে ৬ মাসের মধ্যে মাঠে ফিরতে পারবেন মোস্তাফিজ।