শোক দিবসে গাজীপুর মহানগর আওয়ামীলীগের ব্যতিক্রমী উদ্যোগ, প্রতিওয়ার্ডে গরু বিতরণ

0
176

Gazipur-(4)- 14 August 2016- Cow distributed for Mourning Day-3

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে যে কোন ধরণের চাঁদাবাজি প্রতিরোধ করতে গরু বিতরনের ব্যতিক্রমধর্মী কর্মসূচি নিয়েছে গাজীপুর মহানগর আওয়ামীলীগ। গাজীপুর মহানগরীর ৫৭টি ওয়ার্ডের প্রত্যেকটিতে একটি করে গরু বিতরণ করা হয়েছে। তবে লোকসংখ্যা ও আয়তন বিবেচনায় কোনো কোনো ওয়ার্ডে একাধিক গরু বিতরণ করা হয়। মহানগর আওয়ামীলীগের পক্ষে সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম নিজ উদ্যোগে এ গরু বিতরণের ব্যতিক্রমধর্মী কর্মসূচি গ্রহণ করেন।

Gazipur-(4)- 14 August 2016- Cow distributed for Mourning Day-2রবিবার বিকালে গাজীপুর মহনগরীর ছয়দানা মালেকের বাড়ি এলাকায় আনুষ্ঠানিকভাবে ওয়ার্ড আওয়ামীলীগের নেতাদের হাতে গরুগুলো তুলে দেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল। গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মোজাম্মেল হক, সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট শফিকুল ইসলাম বাবুল, অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া, আতাউল্লাহ মন্ডল, এসএম মোকছেদ আলম, রফিকুল ইসলাম, কাউন্সিলর আজিজুর রহমান শিরিশ, জাবেদ আলী জবে, জাহিদ আল মামুন, মাজহারুল ইসলাম প্রমুখ।

রাসেল এমপি ১৫আগস্ট সকল ব্যবসা প্রতিষ্ঠান ও বসত বাড়িসহ সকল প্রতিষ্ঠানে কালো পতাকা টানানোর আহ্বান জানিয়ে বলেন, সবাইকে সাবধান থাকতে হবে। কারণ জঙ্গীরাসুযোগ বুঝে ১৫আগস্টের অনুষ্ঠান উপলক্ষে রান্না করা খাবারে বিষ মেশানোসহ জঙ্গী তৎপরতা চালাতে পারে। গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, জাতির জনককে ব্যবহার করে তার শোক দিবসকে পুঁজি করে কেউ যেন চাঁদাবাজি করতে না পারে সে কারণেই মহানগর আওয়ামীলীগের উদ্যোগে ৫৭টি ওয়ার্ড ও বিভিন্ন মাদ্রাসা-এতিমখানায় ১০০টি গরু বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার চেষ্টা করা হবে। মহানগরের কোনো জায়গায় কেউ দিবসটি উপলক্ষ্যে কোনো চাঁদাবাজির খবর পেলে আমরা দলের গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেব।

মোস্তাফিজুর রহমান টিটু, স্টাফ রিপোর্টার, গাজীপুর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here