গাজীপুরে পুত্রের সামনেই দ্বিতীয় স্ত্রীকে জবাই করে হত্যা করলো স্বামী ও তৃতীয় স্ত্রী॥ আটক-২

0
292

জবাই করে হত্যাগাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইছুটি এলাকায় স্বামী ও তৃতীয় স্ত্রী মিলে পুত্রের সমনেই দ্বিতীয় স্ত্রীকে জাবাই করে হত্যা করেছে। রবিবার সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার এবং ঘাতক স্বামী ও তৃতীয় স্ত্রীকে আটক করেছে। নিহতের নাম রহিমা বেগম (২৭)। তিনি কুড়িগ্রামের রাজারহাট নেকুরতলী গ্রামের হযরত আলীর দ্বিতীয় স্ত্রী। আটককৃতরা হলো -হযরত আলী (২৮) ও তার তৃতীয় স্ত্রী কাজলী বেগম (২২)। তারা বড়ইছুটি এলাকার জনৈক মো. মিজানুর রহমানের বাড়িতে ভাড়া থাকেন।

কালিয়াকৈর থানার এসআই আশরাফ উদ্দিন জানান, প্রথম স্ত্রী হযরত আলীকে ছেড়ে চলে যাওয়ার পর এবং প্রায় ১২বছর আগে রহিমাকে তিনি বিয়ে করেন। ওই সংসারে রবিউল (৮) নামের এক ছেলে রয়েছে। প্রায় পাঁচ বছর আগে হযরত আবার কাজলী বেগমকে বিয়ে করেন। এক বছর ধরে তারা বড়ইছুটি গ্রামের মিজানুর রহমানের বাড়িতে দুই কক্ষে দুই স্ত্রীকে নিয়ে বসবাস এবং বিভিন্ন কারখানায় চাকুরি করেন। দাম্পত্য কলহের জেরে রবিবার ভোর রাত দুইটার দিকে হযরত আলী ও তার তৃতীয় স্ত্রী কাজলীকে সাথে নিয়ে রহিমাকে তার ছেলের সামনে দা দিয়ে জবাই করে হত্যা করে। এসময় নিহতের ছেলে রবিউল ডাক-চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে ঘাতকদের আটক করে থানায় খবর দেয়। খবর পেয়ে রবিবার সকাল ৯টার দিকে ঘাতকদের আটক করে থানায় ও লাশ উদ্ধার শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মোস্তাফিজুর রহমান টিটু, স্টাফ রিপোর্টার, গাজীপুর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here