গৃহস্থালিতে গ্যাস ব্যবহারের বিপক্ষে নিজের অবস্থান আবার তুলে ধরে এই ধারা থেকে সরকার বেরিয়ে আসছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।গ্যাসটা এত মূল্যবান সম্পদ যে এটা দিয়ে ভাত-তরকারি রান্নার কোনো মানে হয় না, বলেছেন তিনি। রান্নার কাজে গ্যাসের ব্যবহার লিমিটেড মানে কি? মোটেই থাকবে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।শনিবার দুপুরে পেট্রোবাংলার হলরুমে জ্বালানি নিরাপত্তা দিবসের সেমিনারে এ মন্তব্য করেন তিনি।সরকার নানা পদক্ষেপের মাধ্যমে গৃহস্থালিতে গ্যাস ব্যবহার নিরুৎসাহিত করছে। বাসা-বাড়িতে পাইপলাইনের গ্যাস সংযোগ আর না দেওয়ার পাশাপাশি সিলিন্ডারে এলপিজি আমদানি উৎসাহিত করছে।
গৃহস্থালিতে গ্যাস সংযোগ আর না রাখার সরকারের পরিকল্পনার বিরুদ্ধে যারা বলে আসছেন,শনিবার রাজধানীর কারওয়ান বাজারে পেট্রো সেন্টারে জ্বালানি নিরাপত্তা দিবসের এক অনুষ্ঠানে তাদের হতাশও করেন মুহিত।এ নিয়ে আন্দোলন করে কোনো লাভ হবে না। চিৎকার করে কোনো লাভ হবে না। এটা কোনোভাবেই হবে না।বাংলাদেশে উৎপাদিত গ্যাসের ১২ শতাংশ ব্যবহার হয় গৃহস্থালিতে রান্নার কাজে। গ্যাস সঙ্কটের কারণে ২০০৯ সাল থেকে গৃহস্থালিতে নতুন আর গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে না বললেই চলে।
বর্তমানে দেশে প্রতিদিন প্রায় ৩ হাজার মিলিয়ন ঘনফুটের মতো গ্যাসের চাহিদা রয়েছে। এর বিপরীতে উৎপাদন দুই হাজার মিলিয়ন ঘনফুটের কিছু বেশি।অর্থমন্ত্রী বলেন,আমরা ভেবেছিলাম, আমাদের দেশে প্রচুর গ্যাস রয়েছে। তাই ডমেস্টিক কনজাম্পশনে (গৃহস্থালিতে ব্যবহার)গ্যাস সরবরাহ করেছিলাম।এখন আমরা যা দেখছি, আমাদের কাছে গ্যাস যা আছে, তা একেবারেই যৎসামান্য। এটা এত মূল্যবান যে, এটা দিয়ে ভাত, চাল রান্না করা একেবারেই অপচয়। এটা আমাদের নিজেদের বোঝা উচিৎ, অন্যদের বোঝানো উচিৎ যে, রান্না- বান্নায় গ্যাসের ব্যবহার চলবে না।
অর্থমন্ত্রী আরও বলেন, জনগণকে বোঝাতে হবে। ভাত-ডাল রান্নার কাজে গ্যাসের ব্যবহার পুরোপুরি অপচয়। রান্নার বিকল্প রয়েছে। আন্দোলন বা চিৎকার করে কোনো লাভ হবে না। কোনোভাবেই পাবেন না।গ্যাস যেটুকু রয়েছে যৎসামান্য। রান্নার কাজে সিলিন্ডার ব্যবহারে উৎসাহী করে তোলা এবং সিলিন্ডারের গ্যাস কম দামে সহজলভ্য করার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।এখন সবচেয়ে জরুরি কাজ হচ্ছে রান্নায় গ্যাসের ব্যবহার চলবে না- বলেন অর্থমন্ত্রী।তিনি বলেন, আমরা যখন ক্ষমতায় আসি, তখন ঘর-বাড়ি অন্ধকারে ছিল। দারুণ চ্যালেঞ্জ ছিল, অন্ধকার দূর করা। সেই কাজটি সফলতার সঙ্গে সম্পন্ন করেছি। বিদ্যুৎ ছাড়া উন্নয়ন একেবারেই সম্ভব নয়।
সেমিনারে জ্বালানি বিভাগের সচিব নাজিমউদ্দিন চৌধুরী সভাপতির বক্তব্যে বলেন, রান্নার কাজে গ্যাসের ব্যবহার বন্ধে জনসচেতনতা প্রয়োজন। গ্যাসের ব্যবহার করছেন নগরকেন্দ্রিক কিছু লোকজন। এতে বৈষম্যের সৃষ্টি হচ্ছে। আমরা নগর ও গ্রামের মধ্যে বৈষম্য রাখতে পারি না।
তিনি বলেন, এক সময় বাসা-বাড়িতে গ্যাস দেওয়া হয়েছিল। তখন সেটিই বাস্তবতা ছিল। কিন্তু এখন বাস্তবতা হচ্ছে, কোনোভাবেই বাসা-বাড়িতে পাইপলাইনে গ্যাস সরবরাহ সম্ভব নয়।বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী বলেন, আমরা পাহাড় অতিক্রম করেছি। সামনে এখন পর্বতমালা এজন্য প্রস্তুতি নিতে হবে উদ্ভাবনী চিন্তার মাধ্যমে। তৌফিক-ই ইলাহী চৌধুরী বিদেশে গ্যাসফিল্ড কেনার বিষয়ে মনোযোগী হওয়ারও আহ্বান জানান।বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, সামনে আমাদের ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ক্ষেত্র তৈরি হচ্ছে। কিন্তু এতো বিশাল বিনিয়োগ হ্যান্ডেলিং করার মতো দক্ষ জনবলের সংকট রয়েছে।জ্বালানি খাতের কোম্পানিগুলোর আলাদা বেতন স্কেল প্রদান ও উন্নত পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। সেমিনারে আরও বক্তব্য দেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান মাহমুদ রেজা খান, পেট্রোবাংলার চেয়ারম্যান ইশতিয়াক আহমেদ, জিএসবি’র মহাপরিচালক নিহাল উদ্দিন প্রমুখ।