ফেলপসকে থামিয়ে স্কুলিংয়ের স্বর্ণ জয়ের ইতিহাস

0
291

ফেলপসকে থামিয়ে স্কুলিংয়ের স্বর্ণ জয়ের ইতিহাস

রিও গেমসে শুক্রবার বিশাল অঘটনের জন্ম দিয়েছেন সিঙ্গাপুরের ২১ বছর বয়সী সাঁতারু জোসেফ স্কুলিং। ১০০ মিটার বাটাইফ্লাইয়ে জলদানব মাইকেল ফেলপসকে থামিয়ে দিয়ে দেশের জন্য প্রথম অলিম্পিক স্বর্ণ জয় করে ইতিহাস রচনা করেছেন এই তরুন। এর ফলে ফেলপসের ব্রাজিলে পঞ্চম ও ক্যারিয়ারের ২৩তম স্বর্ণ পাওয়া হয়নি। ৫০.৩৯ সেকেন্ড সময় নিয়ে নতুন অলিম্পিক রেকর্ড গড়ে স্কুলিং ফেলপসকে পিছনে ফেলেন। অন্যদিকে তুমুল প্রতিদ্বন্দ্বীতাপূর্ন এই লড়াইয়ে ফেলপসের সাথে একইসময়ে ৫১.১৪ সেকেন্ডে টাচলাইন স্পর্শ করে রৌপ্য পদক জয় করেছেন দক্ষিণ আফ্রিকার চাড লি ক্লস ও হাঙ্গেরীর লাসজেøা সেহ। তিনজন একসাথে প্রতিযোগিতা শেষ করাকে আকস্মিক হিসেবে মন্তব্য করেছেন ফেলপস। নিজের টাইমিং নিয়ে মন্তব্য করতে গিয়ে ফেলপস বলেছেন, চার বছর আগে যখন আমি ১০০ মিটারে স্বর্ণ জয় করেছিলাম তার থেকে এবারের টাইমিং ভাল হয়েছে। কিন্তু জোকে হারানো কঠিন ছিল। গত দুই বছর ধরে সে দারুনভাবে নিজেকে প্রস্তুত করেছে, এজন্য কৃতিত্ব তাকে দিতেই হয়।

এই ইভেন্টে প্রথম হতে পারলে সেটা হতো ফেলপসের ১৪তম ব্যক্তিগত স্বর্ণ। কিন্তু স্কুলিং তা হতে দেয়নি। গত বছর বিশ্ব চ্যাম্পিয়নশীপে স্কুলিং এই ইভেন্টে ব্রোঞ্জ পদক লাভ করেছিলেন। রোববার নিজের সর্বশেষ ইভেন্টে রিও অলিম্পিকে পঞ্চম স্বর্ণ জয়ের লক্ষ্যে পুলে নামবেন ফেলপস। অলিম্পিকের ইতিহাসে ৪ী১০০ মিটার মিডলে রিলেতে যুক্তরাষ্ট্র কখনই দ্বিতীয় হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here