দেশের প্রতি ভালবাসা থেকেই আবারো আন্তর্জাতিক ফুটবলে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টাইন তারকা লিয়নেল মেসি। জাতীয় দলে একের পর এক ব্যর্থতায় হতাশ ২৯ বছর বয়সী এই বার্সেলোনার সুপারস্টার গত ২৬ জুন চিলির বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালে পরাজিত হবার পরে আন্তর্জাতিক ফুটবল থেকে আকস্মিক বিদায়ের ঘোষনা দিয়েছিলেন।এক বিবৃবিতে শুক্রবার মেসি বলেছেন, ফাইনালের রাতে আমার মাথার মধ্যে অনেক বিষয় ঘুরপাক খাচ্ছিল। সব কিছু মিলিয়ে জাতীয় দল থেকে সড়ে যাবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বাধ্য হই। কিন্তু দেশের প্রতি ভালবাসা ও আর্জেন্টাইন দলের জার্সিটির প্রতি অনুভূতি আবারো আমাকে ফিরিয়ে এনেছে। এই অনুভূতি অনন্য।মহাতারকার আকস্মিক বিদায় যেন কোনভাবেই মেনে নিতে পারছিল না আর্জেন্টাইন কোটি সমর্থক। তাকে পুনরায় ফিরিয়ে আনার জন্য রাস্তায় দিনের পর দিন তারা র্যালি করেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ভরে উঠেছে তাকে ফিরিয়ে আনার আকুল আবেদনে। এমনকি আর্জেন্টিনার নতুন কোচ এডুয়ার্ডো বাওজা নিজেও মেসিকে জাতীয় দলে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করেছিলেন। বিশেষ করে বিশ্বকাপের বাছাইপর্বের আগে মেসিকে যে দলের খুব বেশী প্রয়োজন তা জাতীয় দলে যোগ দিয়েই ইঙ্গিত দিয়েছিলেন বাওজা। গত সপ্তাহে মেসির মান ভাঙ্গানোর জন্য বার্সেলোনায় পর্যন্ত উড়ে গিয়েছেন সদ্য আর্জেন্টাইন দলের দায়িত্ব গ্রহণ করা এই কোচ।আগামী ১ সেপ্টেম্বর উরুগুয়ে ও ৬ সেপ্টেম্বর ভেনিজুয়েলার বিপক্ষে বিশ্বকাপের বাছাইপর্বের দুটি ম্যাচের জন্য খুব শিগগিরই দল ঘোষনা করবেন বাওজা। মেসির সাথে আলোচনা করেই চূড়ান্ত তালিকা প্রকাশ করবেন বাওজা। সে কারনেই মেসির জাতীয় দলের ফেরার ব্যপারে আর কোন সংশয় থাকলো না।
কোপা আমেরিকায় ব্যর্থতার পরে জাতীয় দল থেকে সড়ে দাঁড়ানো জেরার্ডো মার্টিনোর স্থানে নতুন কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বাওজা। তার সামনে মূল লক্ষ্য ২০১৮ রাশিয়া বিশ্বকাপ। কিন্তু আর্জেন্টাইন ফুটবল এসোসিয়েশনে চলমান বিভিন্ন সমস্যা কাটিয়ে কতটুকু নিজের লক্ষ্য পূরনে বাওজা সফল হবেন তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। মেসিও এ ব্যপারে সংশয় প্রকাশ করে বলেছেন, আর্জেন্টাইন ফুটবলে এমন অনেক সমস্যা রয়েছে যা অচিরেই সমাধান করা প্রয়োজন। কিন্তু বাইরে থেকে সমালোচনা না করে দলের ভিতরে গিয়ে আমি সবাইকে সহযোগিতা করতে চাই। আর্জেন্টিনার পক্ষে খেলতে আমাকে অনুপ্রানীত করার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি।