গতকাল ১১/০৮/২০১৬ তারিখ ২১.০৫ টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের একটি দল দারুস সালাম থানাধীন মিরপুর টেকনিক্যাল মোড় এলাকা হতে নিষিদ্ধ ঘোষিত নিও-জেএমবি’র ০৫ সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- ১। আতিকুর রহমান ওরফে আইটি আতিক, ২। মোঃ আব্দুল করিম বুলবুল ওরফে ডাঃ বুলবুল, ৩। মোঃ আবুল কালাম আজাদ, ৪। মোঃ মতিউর রহমান ও ৫। শাহিনুর রহমান হিমেল ওরফে তারেক। এ সময় তাদের হেফাজত হতে ২৫টি ডেটোনেটর ও ৮৭৫ গ্রাম জেল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা নিও-জেএমবির সদস্য এবং উত্তরবঙ্গ হতে ২৫টি ডেটোনেটর ও ৮৭৫ গ্রাম জেল নিয়ে ঢাকার কোন একটি বাসায় উঠার জন্য ঢাকায় এসেছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে নান্নু, সজীব, ইমরান ও জিন্সিসহ (সাংগঠনিক নাম) কয়েকজন পালিয়ে যায়। সারাদেশে নাশকতামূলক ও সন্ত্রাসী কার্যকলাপ সংঘটনের মাধ্যমে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর লক্ষ্যে তারা ধ্বংসাত্মক কার্যকলাপ পরিচালনার পরিকল্পনা করছিল।
তারা তাদের আদর্শ ও কর্মকান্ডকে গতিশীল ও উৎসাহিত করার উদ্দেশ্যে বিভিন্ন প্রচার-প্রচারণা করে আসছে। বর্তমানে দেশীয় ইসলামী উগ্রপন্থি সংগঠনের সহায়তায় বাংলাদেশে নাশকতামূলক কর্মকান্ড পরিচালনা করাই তাদের উদ্দেশ্য ছিল বলে জানায়। তারা যে বাসায় উঠত সেখানে এসকল ডেটোনেটর ও জেল ব্যবহার করে বোমা বানিয়ে নাশকতার কাজে ব্যবহার করত বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দারুস সালাম থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য, গ্রেফতারকৃত আতিকুর রহমান বোমা বানাতে পারদর্শী।
উপ-পুলিশ কমিশনার, মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স