পূর্ব ঘোষণা ছাড়াই অপ্রত্যাশিতভাবে রাশিয়ার প্রেসিডেন্ট কার্যালয়ের চিফ অব স্টাফের পদ থেকে নিজের ঘনিষ্ট সহযোগী সের্গেই ইভানভকে বরখাস্ত করলেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে ক্রেমলিন কর্তৃপক্ষ। রাশিয়ার একটি টেলিভিশনকে পুতিন নিজেও খবরটি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ৬৩ বছর বয়সী ইভানভকে এখন পরিবেশ ও পরিবহনবিষয়ক বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
শুক্রবার ক্রেমলিনের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘ইভানভকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার আদেশ দিয়েছেন পুতিন।’ তবে কী কারণে ইভানভকে অব্যাহতি দেওয়া হলো তার কারণ জানানো হয়নি।ইভানভের সাবেক ডেপুটি অ্যান্টন ভাইনোকে তার উত্তরসূরী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, শুক্রবার রাশিয়ার একটি টিভি স্টেশনকে পুতিন জানান, ইভানভকে তার পদ ছাড়তে বলা হয়েছে এবং তার জায়গায় ভাইনোকে দায়িত্ব দেওয়ার সুপারিশ করা হয়েছে।
অনেক বছর ধরেই ইভানভ রুশ প্রেসিডেন্ট পুতিনের বিশ্বস্ত ও ঘনিষ্ঠজনদের কাতারে থেকে কাজ করেছেন। ক্ষমতায় আসার পর পুতিন জানিয়েছিলেন ইভানভ তার সবচেয়ে বিশ্বস্ত ৫ জন সহযোগীর একজন। ২০১১ সাল থেকে চিফ অব স্টাফের দায়িত্ব পালন করছেন ইভানভ। এর আগে উপ প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। তিনি রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের একজন সদস্য। এছাড়া কেজিবি স্টেট সিকিউরিটি সার্ভিসেরও সাবেক সদস্য তিনি। সূত্র: বিবিসি