মেজর জিয়া ও তামিম ঢাকায়, ধারণা পুলিশের

0
0

তামিম-জিয়াগুলশান হামলা ও কল্যাণপুর ঘটনার মূল পরিকল্পনাকারী চাকুরিচ্যুত মেজর জিয়া ও তামিম ঢাকাতেই আছে বলে জানিয়েছে ডিএমপি। এছাড়া এসব ঘটনায় ‘মারজান’ নামে আরেক পরিকল্পনাকারীকেও ডিএমপি সনাক্ত করেছে বলে জানিয়েছে।

শুক্রবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে ২৫টি ডেটোনেটরসহ ৫ জেএমবি সদস্যকে আটকের পর সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। গুলশানে সন্ত্রাসী হামলা ও নাশকতার উদ্দেশ্যে কল্যাণপুরে জড়ো হওয়া জঙ্গিদের মূল পরিকল্পনাকারী হিসেবে চাকুরিচ্যুত মেজর জিয়া ও তামিম নামে দুই জনকে আগেই সনাক্ত করেছিলো তদন্তকারী সংস্থা।

তবে তারা কোথায় আছে সে বিষয়ে এতদিন তদন্তকারী সংস্থার কাছে নিশ্চিত কোনো তথ্য না থাকলেও পুলিশ তাদের অবস্থান নিশ্চিত করেছে বলে জানিয়েছে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট। শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে একথা জানায় ডিএমপি। পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মো. মনিরুল ইসলাম বলেন, ‘আমাদের ধারণা, তারা ঢাকাতেই আছেন। আমরাও চেষ্টা করছি এবং অন্য সবার কাছে সহযোগিতা চেয়েছি।’

এছাড়া এসব ঘটনায় নতুন আরেক মাস্টার মাইন্ডের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলেও জানানো হয়েছে। যার সাংগঠনিক নাম ‘মারজান’। মনিরুল বলেন, ‘গুলশানের ঘটনার পর কল্যাণপুর ছাড়াও বিভিন্ন স্থানের অন্তত দশটি বাড়িতে অভিযান চালিয়ে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেছে পুলিশ। গুলশান ঘটনার দিন জঙ্গিরা ভেতর থেকে বাইরে যে ছবি ও মেসেজ পাঠিয়েছিল, তা ‘মারজান’ (সাংগঠনিক নাম) নামের এক তরুণ ছড়িয়ে দেয় বলে পুলিশ নিশ্চিত হয়েছে।

তিনি আরও বলেন, গুলশান হামলার বিভিন্ন সাক্ষী ও আসামিদের জিজ্ঞাসাবাদে ‘মারজানের’ ব্যাপারে তথ্য পাওয়া যায়। সেই তথ্য অধিকতর যাচাই-বাছাই করে ‘মারজান’ যে ওই হামলায় বাইরে ইন-চার্জের দায়িত্ব পালন করেছেন, তা নিশ্চিত হওয়া যায়। ‘মারজান’ কোথায় আছে—জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, ‘মারজান’ ঢাকাতেই আছেন। তাঁকে ধরতে অভিযান চালানো হচ্ছে।

আরেক প্রশ্নের জবাবে ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, ‘মারজান’ হামলার সময় ওই হোটেলের ভেতরে না থাকলেও বাইরে থেকে ফোন ও ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ রক্ষা করেছেন। তা ছাড়া যে আইডিতে জঙ্গিরা লাশের ছবি পাঠিয়েছে, সেই আইডির পাসওয়ার্ডও ‘মারজানের’ কাছে ছিল। ওই পাসওয়ার্ড দেখেই মারজান বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন।

“সে ঢাকায় অবস্থান করছে। সে শিক্ষিত ছেলে বলে মনে হয়েছে। তার একটি ছবি গোয়েন্দা সদস্যদের হাতে রয়েছে।” এদিকে পুলিশের হাতে বেশ কিছু জঙ্গি আটকের পর দেশের বিভিন্ন এলাকা থেকে প্রশিক্ষিত সদস্যদের নতুন করে ঢাকায় আনা হচ্ছে বলে দাবি করেছে ডিএমপি। এরই অংশ হিসেবে ঢাকায় আসা ৫ জন জেএমবি সদস্যকে বিস্ফোরকসহ বৃহস্পতিবার রাতে কল্যাণপুর বাস-স্ট্যান্ড থেকে গ্রেপ্তার করা হয়। ঢাকায় তাদের ধ্বংসাত্মক কিছু করার পরিকল্পনা ছিলো বলেও জানায় ডিএমপি।

তিনি বলেন, আটক পাঁচজন নিউ জেএমবি’র সদস্য। রাজধানীতে বড় ধরনের নাশকতার জন্যই তাদের ঢাকায় আনা হয়। তাদের সুইসাইড অ্যাটাকের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, গুলশান ও কল্যাণপুরের ঘটনায় সংগঠনটির বেশ কয়েকজন সদস্য নিহত হওয়ায় দেশের বিভিন্ন জেলা থেকে সদস্য সংগ্রহ করছে জেএমবি। এরই ধারাবাহিকতায় আটককৃতরা ঢাকায় আসেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ৫ জেএমবি সদস্য গুলশান ও কল্যাণপুরের ঘটনায় বেশ কিছু তথ্য দিয়েছে বলেও জানায় ডিএমপি কাউন্টার টেরোরিজম ইউনিট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here