ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করলেন খালেদা জিয়া

0
0
01বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছোট ছেলে ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করলেন তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুক্রবার সন্ধ্যার পর আরাফাত রহমান কোকোর ৪৭তম জন্মদিন উপলক্ষে বনানীতে কোকোর কবর জিয়ারত করেন তিনি। কবর জিয়ারত শেষে মোনাজাত করেন বেগম খালেদা জিয়া। এরপর তিনি কবর প্রঙ্গনে কিছু সময় নিরবে দাড়িয়ে থাকেন। এ সময়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, রফিক সিকদার, ওরামা দলের সভাপতি হাফেজ আব্দুল মালেকসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে বিকেলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময়ে মির্জা ফখরুল বলেন, আরাফাত রহমান কোকোর অকাল মৃত্যুতে ক্রিকেট অঙ্গনের অপ‚রণীয় ক্ষতি হয়েছে। যা প‚রণ হবার নয়। বনানী কবরস্থান প্রাঙ্গণে কোরআন খতম, দোয়া মাহফিল, কবর জিয়ারত ও দুস্থ্যদের মাঝে খাবার বিতরন শেষে তিনি এসব কথা বলেন।
এসময়ে বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল, আশফাক আহমেদ, বিএনপি চেয়ারপারসনের মিডিয়া ইউং সদস্য শায়রুল কবির খানসহ মুক্তি পরিষদ ও স্মৃতি পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও শহীদ জিয়ার জন্মভ‚মি বগুড়ার গাবতলীর বাগবাড়ীতে কোরআনখানি ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে।
এ ছাড়াও আরাফাত রহমান কোকোর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা ও দোয়া করেন, আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদ। এ সময়ে সংগঠনের উপদেষ্টা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কর্নেল (অব.) এম এ লতিফ, সহ ক্রীড়া আরিফুল হক প্রিন্স সহ, সংগঠনের সভাপতি আলমগীর হোসেন লাবু, সাধারণ সম্পাদক আক্তার হোসেন, সি সহ সভাপতি এমকে সবুর, সহসভাপতি ইউসুফ হারুন পাটোয়ারি, আফজাল হোসেন, রনি, মহসিন চৌধুরি, যুগ্ম সম্পাদক ওমর ফারুক, বিপ্লব, নজরুল, মোরশেদ, মাসুদ রানা, হারুন উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here