হত্যার পর মোবাইলে খবর পড়ে হামলাকারীরা

0
0

gulshan-7গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলা চালানোর পর নিজেদের মোবাইলে ফোন, ট্যাব ও ল্যাপটপে খবর পড়ে জঙ্গিরা। নিজেদের বিষয়ে বিভিন্ন সংবাদ দেখে হাসাহাসি করেছিল তারা। ওইদিন আর্টিজানে জিম্মি হিসেবে আটকে পড়া ভারতীয় নাগরিক সাত প্রকাশ আদালতে দেওয়া তার জবানবন্দিতে এসব কথা জানান।

সাত প্রকাশ বলেছেন, ‘তারা (হামলাকারীরা) মোবাইল ফোন, ট্যাব, ল্যাপটপ ব্যবহার করেছিল। তারা মোবাইল থেকে খবর পড়ে হাসছিল এবং জোরে জোরে বলেছিল, ‘তারা আমাদের সন্ত্রাসী বলছিল, এখন আমাদের জঙ্গি বলছে। আগামীকাল আমাদের কী বলবে তারা জানেই না’।

উল্লেখ্য, গুলশান হামলায় বেঁচে যাওয়া যেসব ব্যক্তি পুলিশ ও আদালতের কাছে জবানবন্দি দিয়েছেন তাদের একজন ভারতীয় নাগরিক সাত প্রকাশ। আদালতে সাক্ষী হিসেবে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে তিনি ওই রাতে (গুলশান হামলার) যা যা দেখেছেন, তার বর্ণনা তুলে ধরেছেন। তার দেওয়া জবানবন্দির একটি কপি বাংলা ট্রিবিউনের হাতে এসেছে। আদালত গত ২৬ জুলাই এই জবানবন্দি গ্রহণ করেন। তার এই জবানবন্দি ইংরেজি ভাষায় লিখিত। তবে একটি লাইন ছিল বাংলায়।

BT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here