দেশের ৬ উপজেলা শতভাগ বিদ্যুতায়িত, উদ্বোধন ১৩ আগস্ট

0
0

প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু

দেশের ছয়টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়িত হচ্ছে। এই ছয় উপজেলায় মোট ২ লাখ ৩৮ হাজার ৬৫০ জন। এতে মোট ব্যয় হচ্ছে ৫৩৫ কোটি টাকা।আগামী ১৩ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বাধন করবেন।বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

এদিকে, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা পরিবহনে ৬টি মাদার ভেসেল (সুমুদ্রগামী বড় জাহাজ) ও ১০টি লাইটারেজ জাহাজ (ছোট জাহাজ) ক্রয় করবে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)। ইতোমধ্যে এই ১৬টি জাহাজ ক্রয়ের প্রক্রিয়া শুরু হয়েছে।নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এতথ্য জানিয়েছে মন্ত্রণালয়।বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটি সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম, বীর উত্তম। বৈঠকে কমিটি সদস্য নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, তালুকদার আব্দুল খালেক, মো. আব্দুল হাই, মো.নূরুল ইসলাম সুজন, এম আব্দুল লতিফ, রণজিৎ কুমার রায়, মো. আনোয়ারুল আজীম (আনার) ও মমতাজ বেগম এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বৈঠকে উত্থাপিত প্রতিবেদনে বলা হয়, প্রস্তাবিত ১৩২০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে প্রতিমাসে সাড়ে ৪ লক্ষ মেট্রিক টন কয়লা প্রয়োজন হবে। এই কয়লা পরিবহনের জন্য ইতোমধ্যে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানীর সঙ্গে বিএসসি’র চুক্তি স্বাক্ষর হয়েছে। বিদেশ থেকে ওই কয়লা আমদানির জন্য ৬টি মাদার ভেসেল ও কয়লা লাইটারেজ করার (নামানোর) জন্য ১০টি লাইটারেজ জাহাজ ক্রয়ের প্রক্রিয়া শুরু করা হয়েছে। কমিটি ক্রয় প্রক্রিয়ায় যথাযথ নিয়ম অনুসরণের সুপারিশ করেছে। কমিটি সূত্র জানায়, বৈঠকে মংলা বন্দরের বিদ্যমান সমস্যা, সমাধান ও উন্নয়ন প্রকল্প সম্পর্কে আলোচনা হয়। আলোচনা শেষে কমিটি মংলা বন্দরে সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট’ স্থাপন প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে। আর বন্দরসমূহের যন্ত্রপাতি ক্রয়ে বিদ্যামান নীতিমালা অনুসরণের সুপারিশ করা হয়।এছাড়া কমিটি সমুদ্র বন্দরসমূহের কাজের অধিকতর উন্নয়ন, গতিশীলতা ও অগ্রগতি বৃদ্ধির জন্য বন্দরের কার্য-সময়ের সাথে কাস্টমস ও ব্যাংকসমূহের সময়ের সমন্বয় করার লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তাগিদ দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here