ডেসটিনির এমডি রফিকুল আমীন ও ডেসটিনি-২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের জামিন আগামী ১৮ আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তাদের সম্পদের অনুসন্ধান করতে এসময়ে কোনও বাধা নেই বলেও আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। তাদের হিসাব বিবরণী দাখিল করতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নোটিশের কার্যকারিতা স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আদালতে ডেসটিনির দুই কর্মকর্তার পক্ষে ছিলেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি। দুদকের পক্ষে ছিলেন খুরশিদ আলম খান।
এর আগে গত ১ আগস্ট বিচারপতি মো.রহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর বেঞ্চ দুদকের নোটিশের কার্যকারিতা স্থগিত করে আদেশ দেন। পরে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করে দুদক। গত ১৫ জুন দুদক রফিকুল আমিন ও মোহাম্মদ হোসেনকে সম্পদের হিসাব দাখিলের করতে নোটিশ দিলে, তারা হিসাব দাখিলের জন্য ১৫ দিন সময় চেয়ে আবেদন করেন। গত ১৪ জুলাই সময় পেরিয়ে যাওয়ার পর ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)রফিকুল আমিন ও ডেসটিনি ২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন দুদকের নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন।