আ. লীগের অস্থায়ী ঠিকানা ১৯ বঙ্গবন্ধু এভিনিউ

0
0

ঢাকা মহানগর আওয়ামী লীগেঅস্থায়ী কার্যালয় পেল আওয়ামী লীগ। নতুন ভবন নির্মাণের আগ পর্যন্ত ১৯ বঙ্গবন্ধু এভিনিউ হবে ক্ষমতাসীন দলটির অস্থায়ী ঠিকানা। গত ১৭ জুলাই থেকে নতুন ভবন নির্মাণের জন্য পুরনো ভবনটি ভাঙা শুরু হলে অনেকটাই ঠিকানাহীন হয়ে পড়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো। তবে এরই মধ্যে তারা বঙ্গবন্ধু এভিনিউতেই ভাড়ার ভিত্তিতে আগামী ৩ বছরের চুক্তিতে নতুন এ অফিসটি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শিগগিরই ভবন মালিক ও আওয়ামী লীগের মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক চুক্তি হবে বলে জানা গেছে।
দলীয় সূত্র জানায়, ১৯ বঙ্গবন্ধু এভিনিউয়ের ভবনটি দ্বিতীয় তলা থেকে পঞ্চম তলা পর্যন্ত চারটি ফ্লোর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় হিসাবে ভাড়ায় ব্যবহার করা হবে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ এবং ভবনটির মালিক পক্ষের মধ্যে এ বিষয়ে চুক্তি হবে। ইতোমধ্যে একটি চুক্তির খসড়া দলীয় সভাপতি শেখ হাসিনার কাছে দেওয়া হয়েছে। দলীয় সভাপতির অনুমতি পাওয়ার পরই বিষয়টি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানানো হবেও বলেছে। ওই ভবনের মালিক হচ্ছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও দলীয় দলীয় এমপি র আ ম উবায়দুল মোকতাদিরের বোন ও ভগ্নিপতি।
চুক্তি সম্পন্ন হওয়ার পরেই সহযোগী সংগঠনগুলোকে তাদের অফিস সম্পর্কে আনুষ্ঠানিকভাবে চিঠির মাধ্যমে জানানো হবে বলে ভবন ভাড়া প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন।
পাঁচতলা বিশিষ্ট ১৯ বঙ্গবন্ধু এভিনিউর এ ভবনটির নিচতলা একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেওয়া আছে বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন নেতা বলেন, ১৯ বঙ্গবন্ধু এভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয় ছাড়াও ঢাকা মহানগর দক্ষিণ, সহযোগী সংগঠন যুবলীগ, কৃষক লীগ, তাঁতী লীগ ও ভ্রাতৃপ্রতিম সংগঠন শ্রমিক লীগ ও ছাত্রলীগ তাদের কেন্দ্রীয় কার্যালয় হিসেবে ব্যবহার করবে। যদিও এরই মধ্যে অনানুষ্ঠিকভাবে ১৯ বঙ্গবন্ধু এভিনিউ দ্বিতীয় তলায় মহানগর দক্ষিণ, তৃতীয় তলায় ছাত্রলীগ এবং পঞ্চম তলায় শ্রমিক লীগ তাদের অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করতে শুরু করেছে বলে জানা গেছে। অবশ্য এরই মধ্যে যুবলীগ ২৫ বঙ্গবন্ধু এভিনিউ এবং যুব মহিলা লীগ ও মহিলা আওয়ামী লীগ ধানমণ্ডিস্থ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অস্থায়ীভাবে তাদের কার্যক্রম শুরু করেছে।

অন্যদিকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যালয়ের বিষয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারেনি বলে জানা গেছে। মহানগরের একজন নেতা বলেন, দলীয় কার্যালয়ের বিষয়ে আমরা প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষায় আছি। প্রধানমন্ত্রী আমাদের যেখানেই কার্যালয় নিতে বলবেন, আমরা সেখানেই নেব। এক্ষেত্রে এটা ঢাকা মহানগর উত্তরের আওতাভুক্ত কোথাও নেওয়া হবে। ১৯ বঙ্গবন্ধু এভিনিউ আমাদের কার্যালয় হিসেবে ব্যবহার হলে দূর থেকে নেতাকর্মীদের আসার একটা সমস্যার সৃষ্টি হতে পারে। তাই আমরা উত্তরের কার্যালয় রাখতে চায়। তবে সেটা প্রধানমন্ত্রীর নির্দেশের পরেই হবে।

জানতে চাইলে মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ বলেন, দলীয় সভাপতির নির্দেশে আমাদের কেন্দ্রীয় নেতারা ভবন ভাড়া বিষয়টি দেখছেন। চুক্তি সম্পন্ন হলেই আমরা বিষয়টি সম্পর্কে আপনাদের আনুষ্ঠানিকভাবে জানাবো।

এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় হিসেবে বর্তমান ভবনের পাশেই একটি অফিস মোটামুটি ঠিক করে ফেলেছি। এজন্য চুক্তির একটি খসড়াও আমরা করেছি। চুক্তিটি চূড়ান্ত হলে আমরা সেখানে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করবো।

উল্লেখ্য, গত ১৭ জুলাই বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয় ভাঙার কার্যক্রম শুরু হয়। দৃষ্টিনন্দন ও অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন ১০ তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণের উদ্দেশে পুরনো এ ভবন ভাঙা হচ্ছে। ভবনটি ভাঙার কাজ শেষে হলে আগামী সেপ্টেম্বর/অক্টোবরে নতুন ভবন নির্মানের কাজ শুরু হবে। সম্পূর্ণ দলীয় ফান্ডে ভবনটি নির্মাণ কাজ তদারকি করছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য এবং গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। আওয়ামী লীগ আগামী ২০১৮ সালের মধ্যে নতুন এ ভবন নির্মাণ শেষ করার টার্গেট নির্ধারণ করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here