ফেলপসের ২১তম স্বর্ণ জয়

0
0

21 and Counting for Michael Phelps

রিও অলিম্পিকে স্বর্ণ জয়ের ধারা ধরে রেখেছেন সাঁতারের রাজা মাইকেল ফেলপস। চতুর্থ দিনে তিনি জিতে নিয়েছেন দুটি স্বর্ণ। এর ফলে তার ঝুলিতে জমা পড়লো ২১টি অলিম্পিক স্বর্ণ। ২০০ মিটার বাটারফ্লাইয়ে যুক্তরাষ্ট্রের হয়ে স্বর্ণ জেতার পরে ৪ী২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে টিম যুক্তরাষ্ট্রকে স্বর্ণ উপহার দিয়েছেন ফেলপস।বিশ্ব রেকর্ডধারী ফেলপস ২০০ মিটার বাটারফ্লাইয়ে ১ মিনিট ৫৩.৩৬ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জয় করেন। এই ইভেন্টে রৌপ্য জয় করেছেন জাপানী সাঁতারু মাসাতো সাকাই, তিনি ১ মিনিট ৫৩.৪০ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন। ১ মিনিট ৫৩.৬২ সেকেন্ড সময় নিয়ে হাঙ্গেরীর টামাস কেনডারেসকি ব্রোঞ্জ পদক জয় করেছেন।দিনের শেষ ইভেন্ট ৪ী২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে ফেলপস বাহিনী ৭ মিনিট ০.৬৬ সেকেন্ড সময় নিয়ে যুক্তরাষ্ট্রকে আরেকটি স্বর্ণ উপহার দিয়েছেন। এই ইভেন্টে যুক্তরাজ্য রৌপ্য ও জাপান ব্রোঞ্জ পদক জিতেছে।

গত জুন মাসে ৩১ বছরে পা দেয়া ফেলপস প্রতিযোগিতামূলক সাঁতারে সবচেয়ে বেশি বয়সী সাঁতারু হিসেবে এখনো টিকে আছেন। গত ১০টি অলিম্পিক ইভেন্টে এই বয়সী কোন সাঁতারু পুলে নামেননি, পদক পাওয়াতো দুরের কথা। সাধারণত সাঁতারুদের গড় বয়স থাকে ২২ বছর।এর আগে গেমসের দ্বিতীয় দিনে ১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে ফেলপস এবারের অলিম্পিকে প্রথম স্বর্ণ পদক জয় করেছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here