জেএমবির আত্মঘাতী স্কোয়াডের ৫ সদস্যকে আটকের দাবি র‍্যাবের

0
0

জেএমবির আত্মঘাতী স্কোয়াডজেএমবির আত্মঘাতী স্কোয়াডজেএমবির আত্মঘাতী স্কোয়াডের ৫ সদস্য ও আনসারুল্লাহ বাংলা টিমের প্রযুক্তি শাখার এক পরিচালককে আটকের দাবি করেছে র‌্যাব। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র‌্যাব জানিয়েছে, আনসারুল্লাহ বাংলাটিমের সদস্য ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান ওরফে সিফাত আইএসের নামে দেশে চালানো ১১টি জঙ্গি হামলার দায় স্বীকারকারী একটি ওয়েব-সাইটের এডমিন। দেশে-বিদেশে আলোচনায় আসতেই এরা আইএসের নাম ব্যবহার করতো বলে জানায় র‌্যাব।

জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে আটক ৬ জনের মধ্যে এক যুবক ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান সিফাত জঙ্গি ওয়েব সাইট আত্-তামকীনের এডমিন বলে দাবি করছে র‌্যাব। র‌্যাব আরো বলছে, বাকি ৫ যুবকের সবাই জেএমবির আত্মঘাতী টিম বা ইসাবার সদস্য। তাদের মধ্যে জিয়াবুল হক জিয়া মাদারীপুরের এক শিক্ষক হত্যা চেষ্টার জন্য প্রাথমিক নির্দেশ পেয়েছিলেন।

জঙ্গি ওয়েব-সাইট আত্-তামকিন, আনসারুল্লাহ বাংলাটিম এবং জেএমবির মিডিয়ার কাজ করে বলেও জানিয়েছে র‌্যাব। তারা আরো বলছে, জেএমবি এবং এবিটি দাওলাতুল ইসলাম নামের ব্যানার ব্যবহার করে যৌথভাবে কাজ করছে। এই ব্যানারে তারা হলি আর্টিজানসহ ১১টি হামলা ও তার দায় স্বীকার করেছে বলেও জানায় র‌্যাব।

র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক আরো মুফতি মাহমুদ খান জানান, আটক হওয়া জেএমবির আত্মঘাতী টিমের সদস্যরা নাশকতার পরিকল্পনা করছিল। জঙ্গিরা স্বর্ণ চোরাচালানের মাধ্যমে তাদের আর্থিক লেনদেন সম্পন্ন করে বলেও তথ্য পেয়েছে র‌্যাব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here