গাজীপুরে চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা এক ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে। এসময় তারা নগদ টাকা, ডিজিটাল এক্সরে, আল্ট্রাসনোগ্রাম, ইসিজি, এনালাইজার ও কম্পিউটারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে। শহরের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের পাশে সততা ডায়াগনস্টিক সেন্টারে বুধবার এ ঘটনা ঘটে।
সততা ডায়াগনস্টিক সেন্টারের মালিক মোঃ মাহবুবুল আলম সরকার ও এলাকাবাসি জানান, গত কিছুদিন ধরে গাজীপুর শহরের হাসপাতাল রোডস্থিত সততা ডায়াগনস্টিক সেন্টারের মালিক মাহবুবুল আলম সরকারের কাছে সন্ত্রাসীরা মোটা অংকের চাঁদা দাবী করে আসছিল। চাঁদা দিতে রাজী না হওয়ায় তাকে ব্যবসা গুটিয়ে এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দেয় সন্ত্রাসীরা। বুধবার দুপুরে সন্ত্রাসীরা তাকে আবারো মোবাইল ফোনে হুমকি দেয়। হুমকি দেয়ার কিছুক্ষণ পরই নাহিদের নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসীরা ওই ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এসময় তারা অস্ত্রের মুখে ওই সেন্টারে কর্মরতদের জিম্মি করে সেখান থেকে নগদ ৬০ হাজার টাকা, ডিজিটাল এক্সরে, আল্ট্রাসনোগ্রাম, ইসিজি, এনালাইজার, কম্পিউটার ও বিভিন্ন মালামালসহ প্রায় ৪৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করলেও কাউকে আটক করতে পারেনি।
মোস্তাফিজুর রহমান টিটু, স্টাফ রিপোর্টার, গাজীপুর।