বাংলাদেশকে ১২ কোটি ডলার ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক

0
196

বিশ্বব্যাংকের সঙ্গে ঋণচুক্তি

পদ্মা সেতুতে বিনিয়োগ আটকে দেওয়ার পর অবশেষে আবারও বাংলাদেশে বড় বিনিয়োগ করতে যাচ্ছে বিশ্বব্যাংক।বাংলাদেশ-ভুটান-ভারত-নেপালের মধ্যে আন্তযোগাযোগ বাড়ানোর লক্ষ্যে গৃহীত বিবিআইএন কানেক্টিভিটি প্রকল্পের জন্য বাংলাদেশকে ১২ কোটি ডলার ঋণ সহায়তার প্রস্তাব দিয়েছে বিশ্বব্যাংক। বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল (বিবিআইএন) এর মধ্যে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে প্রায় এক হাজার কোটি টাকার সহযোগিতা করবে সংস্থাটি।মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদের সঙ্গে বৈঠককালে এ প্রস্তাব দেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান।

বৈঠক শেষে সাংবাদিকদের চিমিয়াও ফান বলেন, আঞ্চলিক যোগাযোগের উন্নয়নে বিশ্বব্যাংক ১২০ মিলিয়ন মার্কিন ডলার দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৪৫ কোটি টাকা)।তিনি জানান, এ ঋণ সহায়তার ফলে তিন দেশের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ বাড়াতে সময় ও টাকা দুই-ই বাঁচবে। আগামী নভেম্বরে অনুষ্ঠেয় বিশ্বব্যাংকের বোর্ড সভায় ঋণদানের বিষয়টি অনুমোদন পেলে অর্থ সহায়তার বিষয়টি চূড়ান্ত হবে।

চিমিয়াও ফান বলেন, বিবিআইএনের কানেক্টিভিটির ক্ষেত্রে মূল বাধা অবকাঠামোগত সমস্যা। তাই বিশ্বব্যাংকের এই অর্থ সহায়তায় রাস্তাঘাট উন্নয়ন, বিদ্যুৎ, পোর্ট কানেক্টিভিটি প্রাধান্য পাবে।বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর বলেন, খুব শিগগিরই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে। বিশ্বব্যাংক বাংলাদেশে আরও বিনিয়োগ করবে।দীর্ঘ সময় ধরে চলা এই বৈঠকে চিমিয়াও ফানের নেতৃত্বে বিশ্বব্যাংকের তিন সদস্যের প্রতিনিধিদল যোগ দেন। অন্যদিকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদর নেতৃত্বে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সালাহউদ্দিন আকবর, ডাব্লিউটিও সেলের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব সুভাশিষ বসু, অতিরিক্ত সচিব (এফটিআই সেল) মনোজ কুমার রায়।

বাংলাদেশকে বিশ্ব্যাংকের গুরুত্বপূর্ণ অংশীদার উল্লেখ করে বিশ্বব্যাংকের বাংলাদেশ প্রতিনিধি কিমিয়াও ফ্যান বলেন, এই প্রকল্পের জন্য আপাতত ১২০ মিলিয়িন মার্কিন ডলার বরাদ্দ ধরা হয়েছে। তবে বাংলাদেশের প্রস্তাব বিবেচনার পর এ বরাদ্দ আরও বাড়তে পারে।এ বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, আঞ্চলিক যোগাযোগ বাড়াতে সহযোগিতার হাত বাড়িয়েছে বিশ্বব্যাংক। আগামী এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে একটি টিপিপি তৈরি করে পরিকল্পনা কমিশনে জমা দেওয়া হবে।

যে বিশ্বব্যাংক পদ্মাসেতুতে বিনিয়োগ বন্ধ করে দিয়েছিল, তারা আবারও বাংলাদেশে বিনিয়োগ করছে। এর অর্থ কোনোকিছুই বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না, যোগ করেন বাণিজ্যমন্ত্রী।তিনি বলেন, বাংলাদেশ-ভুটান-ভারত-নেপালের মধ্যে নৌ, সড়ক ও রেলপথ আধুনিকীকরণ ও গতিশীল করতে কাজ করবে বিশ্ব্যাংক। এছাড়া বন্দরগুলোও কার্যকর ও গতিশীল করে তুলতে সাহায্য করবে বিশ্ব সংস্থাটি।বিশ্বব্যাংকের তিন সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here