খালেদা জিয়ার সঙ্গে ভারতীয় হাই কমিশনারের সাক্ষাৎ

0
0

খালেদা জিয়ার সঙ্গে ভারতীয় হাই কমিশনারের সাক্ষাৎবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। মঙ্গলবার বিএনপির চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে গিয়ে তিনি এ সাক্ষাৎ করেন। ভারতীয় হাই কমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সাক্ষাৎকারে হাই কমিশনার দ্বিপক্ষীয় সহযোগিতার সাম্প্রতিক উন্নয়ন সম্বন্ধে বিএনপি চেয়ারপারসনকে অবহিত করেন। পাশাপাশি দুই দেশের জনগণের সুবিধাকল্পে পারস্পরিক বোঝাপড়া, সম্মিলিত উন্নয়ন এবং অঞ্চলের যৌথ উন্নয়নের জন্য অঙ্গীকার ব্যক্ত করেন। এসময় তিনি দ্বিপক্ষীয় বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক সহজতর এবং অবকাঠামোগত ও সংযোগ উন্নয়নের উপরও গুরুত্ব আরোপ করেন।

হাই কমিশনার আরও উল্লেখ করেন, জঙ্গিবাদ রাষ্ট্রের শান্তি ও উন্নয়নের প্রধান বাধা। ভারত সন্ত্রাসবাদ ও উগ্রবাদের সব রূপ এবং এর উত্থানকে নিন্দা করে এবং এমন অর্থহীন সহিংসতার কোনও যুক্তি হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশ এবং তার সংগ্রামে দৃঢ়ভাবে পাশে আছে বলেও খালেদা জিয়াকে জানান হাই কশিমনার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here