ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড থেকে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির দুই কর্মকর্তাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে গ্রামীণ ব্যাংক থেকে টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির এক সেন্টার ইনচার্জকেও গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাজধানীর সেগুনবাগিচা ও রাজশাহী পুলিশ লাইন গেইট থেকে দুদকের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। দুদকের সহকারী পরিচালক ও তদন্তকা কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন এবং রাজশাহীর সজেকার সহকারী পরিচালক রিজিয়া খাতুন এসব আসামিদের গ্রেপ্তার করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য এসব তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকার ব্যবসায়ী ও মেসার্স থ্রী স্টার এন্ড কোং এর মালিক ডা. এম এ মান্নান, ইসলামী ব্যাংকের সাবেক অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ইনামুল হক, সাবেক (চাকরিচ্যুত) এসপিও শামছুদ্দিন এবং গ্রামীণ ব্যাংকের চাঁপাইনবাবগঞ্জের চুকিত্তি শাখার সেন্টার ইনচার্জ আবদুল কাইয়ুম।দুদক সূত্র জানায়, মিরপুরে জনৈক আলী হোসেনের জমিতে ভবন নির্মাণের জন্য আরবান স্কাই লাইন লিমিডেট নামক একটি ডেভেলপার কোম্পানির সঙ্গে চুক্তি হয়। পরে কোম্পানির এমডির সঙ্গে ডা. মান্নান যোগসাজশ করে স্বাক্ষর জাল করে নিজেই মালিক সেজে জাল দলিল তৈরি করেন। সেই জাল দলিল ইসলামী ব্যাংকের বংশাল শাখায় মর্টগেজ রেখে ব্যাংক কর্মকর্তাদের সহযোগীতায় ১২ কোটি ১৩ লাখ ৩৭ হাজার ৫৯১ টাকা উত্তোলন করেন। অপর দিকে গ্রামীণ ব্যাংকের চাঁপাইনবাবগঞ্জের চুকিত্তি শাখা থেকে ৬ লাখ ৯২ হাজার ৬১ টাকা আত্মসাত করেছেন আবদুল কাইয়ুম।