তামিম-জিয়া দেশেই আছে, আইজিপির ইঙ্গিত

0
0

একেএম শহীদুল হক

গুলশানে হলি আর্টিজান বেকারি ও শোলাকিয়ায় জঙ্গি হামলার মাস্টারমাইন্ড তামিম চৌধুরী ও মেজর জিয়া দেশেই আছে বলে ইঙ্গিত দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক। তিনি বলেছেন, ‘তদন্তে আমরা জানতে পেরেছি এ দুজন বাংলাদেশে জঙ্গিবাদের হোতা ও মাস্টারমাইন্ড। তাদের সম্পর্কে আরও তথ্য বের করা হচ্ছে।’ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গত সপ্তাহে এ দুজনকে ধরিয়ে দিতে ২০ লাখ করে মোট ৪০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ।

তিনি আরও বলেন, ‘এ দুজনকে ধরিয়ে দিতে ২০ লাখ টাকা করে ৪০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছি। এই লোকগুলো এই সমাজেই বসবাস করে, বাংলাদেশেই থাকে। কোনও না কোনও বাসায় বা বাড়িতে থাকে। প্রত্যেকটি লোক যদি সচেতন হয়, তারা যদি জানায়, যে এরা আমাদের বাড়িতে বা এলাকায় আছে তাহলে জাতি উপকৃত হবে। আমরা তথ্যদাতার পরিচয় গোপন রাখবো।’

পুলিশ জানিয়েছে, গুলশান ও শোলাকিয়ায় দুই জঙ্গি হামলারই মাস্টারমাইন্ড তামিম চৌধুরী ও মেজর জিয়া। কল্যাণপুরের জঙ্গিদের সঙ্গেও এদের যোগাযোগ ছিল। মেজর জিয়া আনসারুল্লাহ বাংলা টিমের শীর্ষ নেতা এবং তামিম চৌধুরী নিউ জেএমবির সদস্য। পুলিশ আরও জানিয়েছে, এদের সেকেন্ড এবং থার্ড ইন কমান্ড কারা সে বিষয়েও তথ্য আছে তাদের কাছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here