রিজার্ভ চুরি : ফিলিপাইনের রিজাল ব্যাংককে ২১ মিলিয়ন ডলার জরিমানা

0
359

ফিলিপাইনের রিজাল ব্যাংকবাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অ্যাকাউন্ট থেকে চুরির অর্থ লেনদেনে জড়িত থাকার দায়ে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনকে জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। জরিমানার এ পরিমাণ ২১ মিলিয়ন মার্কিন ডলার। বার্তা সংস্থা রয়টারর্স এ খবর দিয়েছে। শুক্রবার (৫ আগস্ট) ফিলিপাইন কেন্দ্রীয় ব্যাংকের এক বিবৃতিতে এ সিদ্ধান্ত জানিয়ে বলা হয়েছে, অর্থ লেনদেনের মাধ্যম হিসেবে বাণিজ্যিক এ ব্যাংকটির ইতিহাসে এটা সর্বোচ্চ অংকের অনুমোদন।

কেন্দ্রীয় ব্যাংকের এ ঘোষণার পর আরসিবিসি কর্তৃপক্ষ বলেছে, এক বছর সময়ের মধ্যে তারা জরিমানার এ টাকা পরিশোধ করবে। আরসিবিসি ব্যাংকে ব্যবহার করে গত ৫ ফেব্রুয়ারি নিউ ইয়কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশের রিজার্ভ অ্যাকাউন্ট থেকে সুইফট সিস্টেম কোর্ড ব্যবহার করে ৫টি জাল আদেশনামা পাঠিয়ে ১০১ মিলিয়ন মার্কিন ডলার তুলে নেয় দুর্বৃত্তরা। তুলে নেয়ার টাকার ৮১ মিলিয়ন পাঠানো হয় ম্যানিলায় মাকাতি সিটির আরসিবিসির জুপিটার শাখায় আগে থেকে খোলা ক্যাসিনো ব্যবসায়ী কিম অংয়ের অ্যাকাউন্টে। সেখান থেকে অন্য চার অ্যাকাউন্টের মাধ্যমে ওই টাকা চলে যায় দেশটির জুয়ার বোর্ডে। চুরির বিপুল অংকের এ টাকা বিলি-বণ্টনে রিজাল ব্যাংককে মাধ্যম হিসেবে ব্যবহার করে দুর্বৃত্তরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here