কবে বা কোথায় হবে মোস্তাফিজের কাঁধের অস্ত্রোপচার। বেশ ধোঁয়াশা ছিল বিষয়টি নিয়ে। তবে শেষ পর্যন্ত সবকিছু চূড়ান্ত হয়েছে। আগামী বৃহস্পতিবার হবে মোস্তাফিজের অস্ত্রোপচার। অস্ট্রেলিয়া নয় তার এই অপারেশন হবে ইংল্যান্ডে। লন্ডনের ফর্টিয়েস হাসপাতালের শল্যবিদ অ্যান্ড্রু ওয়ালেসের অধীনেই হবে মোস্তাফিজের অস্ত্রোপচার। এমন তথ্যই নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস।
গতকাল বৃহস্পতিবার মোস্তাফিজ দেখা করেন ওয়ালেসের সঙ্গে। জালাল ইউনুস বলেছেন, ‘ওয়ালেসের সঙ্গে দেখা করার পরই অস্ত্রোপচারের তারিখ নির্ধারিত হয়েছে। ১১ আগস্ট বৃহস্পতিবার লন্ডনের ফর্টিয়েস হাসপাতালে হবে মুস্তাফিজের অস্ত্রোপচার।’ এই অস্ত্রোপচারের পর কম করে হলেও পাঁচ মাস মাঠের বাইরে থাকতে হবে মোস্তাফিজকে।
চলতি বছরের শুরুতে আইপিএল মাত করে দেশে ফেরেন মোস্তাফিজ হালকা চোট নিয়ে। এরপর ইনজুরি কিছুটা ভালো হলে যান কাউন্টি খেলতে। যেখানে সাসেক্সের হয়ে দুটি ম্যাচ খেলার পরই পুরোনো চোটে নতুন করে ব্যথা পান। এরপর খেলতে পারেননি একটি ম্যাচও। এবার অপেক্ষা, ভালোমতো অস্ত্রোপচার হোক দেশ সেরা কাটার বিস্ময়ের।