বাংলাদেশ বিমান বাহিনীর ৭ নম্বর স্কোয়াড্রন কমান্ডার্স কোর্সে উত্তীর্ণ ১৪ কর্মকর্তাকে সনদপত্র দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৪ আগস্ট) বিমান বাহিনী ঘাঁটি বাশারের কমান্ড ও স্টাফ ট্রেনিং ইনস্টিটিউটে (সিএসটিআই) সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন ও প্রশিক্ষণ) এয়ার ভাইস মার্শাল এম নাইম হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মকর্তাদের হাতে সনদপত্র তুলে দেন।
এর আগে কমান্ড ও স্টাফ ট্রেনিং ইনস্টিটিউটের অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন মাখলুকার রহমান খান তার স্বাগত বক্তব্যে প্রতিষ্ঠানে পরিচালিত কোর্সের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন। অন্যান্যদের মধ্যে বিমান বাহিনী ঘাঁটি বাশার-এর এয়ার অধিনায়ক এবং বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।