গত ছয় মাসে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ৫০৩টি পাসপোর্ট জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ আগস্ট) এক বিবৃতিতে রেসিডেন্সি এবং বিদেশিদের বিষয়ক সাধারণ অধিদফতরের (জিডিআরএফএ) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আহমেদ আল মাররি এ তথ্য জানান। তিনি জানান, দুবাই বিমানবন্দরে সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করে জাল পাসপোর্ট শনাক্ত করা হচ্ছে। গত ছয় মাসে ৫০৩টি জাল পাসপোর্ট আমরা জব্দ করা হয়েছে।