সব পিস স্কুল বন্ধের নির্দেশ দিল সরকার

0
0

সব পিস স্কুল বন্ধের নির্দেশ দিল সরকারসারা দেশে অবস্থিত সব পিস স্কুল বন্ধ করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে সম্প্রতি এক অফিস আদেশে অনুমোদনহীন এসব স্কুল অবিলম্বে বন্ধ করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

শিক্ষা মন্ত্রণালয় অপর এক অফিস আদেশে ঢাকার লালমাটিয়ায় অবস্থিত ‘পিস ইন্টারন্যাশনাল স্কুলের’ পাঠদানের অনুমতি বাতিল করার জন্য ঢাকা শিক্ষাবোর্ডকে নির্দেশ দিয়েছে। তাদের বিরুদ্ধে ‘বিতর্কিত কার্যক্রমে’ লিপ্ত থাকার অভিযোগের ভিত্তিতে এমন নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে ‘পিস’ নামে বাংলাদেশে কতটি শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যক্রম চলছে সে বিষয়ে সরকারের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য না থাকলেও ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছিল, রাজধানীর লালমাটিয়ায় পিস স্কুল নামে একটি ইংরেজি মাধ্যমের বিদ্যালয়ের সাময়িক নিবন্ধনই শুধু দিয়েছেন তারা। বাকিগুলো অননুমোদিত।

সম্প্রতি বিতর্কিত ইসলামি বক্তা ও ভারতীয় পিস টিভির মালিক জাকির নায়েকের বক্তব্য এবং তার এক অনুসারীর জঙ্গি সম্পৃক্ততার কারণে ভারতের পাশাপাশি বাংলাদেশ সরকার পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেয়।

এর পরপরই দেশের বিভিন্ন জেলায় বন্ধ হয়ে যায় পিস টিভির লোগো (মনোগ্রাম) সম্বলিত অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান। অবশ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো জামায়াত নিয়ন্ত্রিত বলে জানা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here