শ্রীপুরে তৃতীয় বিয়ে করে দ্বিতীয় স্বামীর সংসার করায় ট্রিপল মার্ডার

0
0

Triple Murder-1

সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা নদী থেকে বস্তাবন্দি দুই নারী ও এক শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনায় মঙ্গলবার তিনজনকে আটক করেছে গাজীপুরের শ্রীপুর মডেল থানা পুলিশ। এসময় হত্যার ঘটনায় ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়। পরকীয়ার জেরে গোপনে তৃতীয় বিয়ে করলেও দ্বিতীয় স্বামীর ঘর সংসার করায় তাদেরকে খুন করা হয়েছে বলে গ্রেফতারকৃতরা পুলিশের কাছে স্বীকার করেছে। গ্রেফতারকৃতরা হলো, সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার চালা অফিস পাড়ার হাজী আব্দুল মান্নানের ছেলে এবং নিহত নাসরিনের তৃতীয় স্বামী আল আমীন (৩২), একই জেলার রায়গঞ্জ উপজেলার জাংগায়াদি গ্রামের মাহাবুবুল আলমের ছেলে নয়ন (২০) ও প্রাইভেটকার চালক জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পবাহার লোহাপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২২)।

গাজীপুরের পুলিশ সুপার হারুন-অর-রশিদ জানান, গাজীপুরের শ্রীপুর উপজেলাধীন টেংরা এলাকার করিম মন্ডলের মেয়ে নাসরিন আক্তারের সঙ্গে তার প্রথম স্বামীর ডিভোর্স হওয়ার পর নাসরিন একই এলাকার বাদল মন্ডলকে দ্বিতীয় বিয়ে করে। দ্বিতীয় বিয়ের পর নাসরিনের সঙ্গে স্থানীয় মাস্টার বাড়ী এলাকার রিজভী মিম মিশি বস্ত্রলায়ের ম্যানেজার আল আমিনের পরকীয়া শুরু হয়। দ্বিতীয় স্বামীকে ডিভোর্স না দিয়েই নাসরিন ভালবেসে ২০০৯ সালে গোপনে আল আমিনকে তৃতীয় বিয়ে করে। কিন্তু এ বিয়ের পরও নাসরিন দ্বিতীয় স্বামীর ঘর সংসার করতে থাকলে তার উপর তৃতীয় স্বামী ক্ষুব্ধ হয়। গত শনিবার বেলা ১২ টার দিকে ডাক্তার দেখানোর কথা বলে নাসরিন আক্তার (৪০) তার তৃতীয় স্বামী আল আমিনের সঙ্গে দেখা করতে বাড়ি থেকে বের হয়। নাসরিন তার তার ফুপু মেহেরুন নেছা (৫২) ও মামাতো বোন শিশু জাইমাকে (৪) সঙ্গে নিয়ে গরগরিয়া মাষ্টার বাড়ী এলাকায় আল আমিনের দোকানে যায়। সেখানে নাসরিনকে দ্বিতীয় স্বামীর সংসার ছেড়ে দিতে বলে আল আমিন। নাসরিন এতে নাজি না হলে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়।

Triple Murder

এক পর্যায়ে নাসরিনকে কৌশলে দোকানের পাশের একটি গোডাউনে ডেকে নিয়ে আলামিন তার দুই সহযোগী ওই দোকানের কর্মচারী নয়ন ও দোকান মালিকের গাড়ি চালক রবিউল শ্বাসরোধ করে হত্যা করে। পরে ঘটনা ফাঁস হওয়ার আশংকায় তারা নাসরিনের ফুপু মেহেরুন এবং মামাতো বোন জাইমাকেও শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার পর তিনজনের মৃতদেহ দু’টি বস্তায় বন্দি করে ঘাতকরা। পরে আল আমিন সিরাজগঞ্জের বন্যায় ক্ষয়ক্ষতি দেখার জন্য গ্রামের বাড়ি যাবার কথা বলে উক্ত দোকানের মালিকের কাছ থেকে প্রাইভেট কারটি চেয়ে নেয়। ওইদিন রাতেই বস্তাবন্দি লাশ তিনটি প্রাইভেটকারে উঠিয়ে তারা সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার খাজা খানজাহান আলী মেডিকেল কলেজের পাশে যমুনা নদীতে ফেলে রেখে রাতেই গাজীপুরের শ্রীপুরে ফিরে আসে। এ ঘটনার পর সোমবার বেলা সোয়া ১১টার দিকে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে যমুনা নদী থেকে বস্তাবন্দি ওই তিনজনের লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের খবর পেয়ে স্বজনরা সেখানে গিয়ে নিহতদের লাশ সনাক্ত করে। নিহতরা হলেন গাজীপুরের শ্রীপুর উপজেলার টেংরা গ্রামের ব্যবসায়ী বাদল মন্ডলের স্ত্রী নাসরিন আক্তার মন্ডল (৪০), একই গ্রামের হাদিকুলের স্ত্রী মেহেরুন নেছা (৫২) এবং নাসরিনের মামাতো বোন ও স্থানীয় উজিলাব গ্রামের জাহাঙ্গীরের মেয়ে জাইমতি (৪)। এদিকে ট্রিপল মার্ডারের এ ঘটনায় জড়িত থাকায় গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর মডেল থানা পুলিশ মঙ্গলবার অভিযান চালিয়ে শ্রীপুর উপজেলার গরগরিয়া মাষ্টার বাড়ী এলাকা থেকে মূল ঘাতক আলামিন, তার সহযোগী নয়ন ও গাড়ীর ড্রাইভার রবিউলকে আটক করে এবং হত্যার ঘটনায় ব্যবহৃত গাড়ীটি জব্ধ করে। জিজ্ঞাসাবাদকালে গ্রেফতারকৃতরা হত্যাকান্ডের কথা স্বীকার করেছে।

এ ব্যাপারে গাজীপুরের শ্রীপুর মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

মোস্তাফিজুর রহমান টিটু, স্টাফ রিপোর্টার, গাজীপুর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here