ব্যাংকের ক্যাশ কাউন্টার থেকে দেড় লাখ টাকা নিয়ে ব্যবসাযী উধাও

0
270

অগ্রণী ব্যাংকের বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট বন্দর শাখা

অগ্রণী ব্যাংকের বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট বন্দর শাখার ক্যাশ কাউন্টার থেকে দেড় লাখ টাকা নিয়ে সটকে পরেছেন বন্দর পরিচালনা কমিটির সভাপতি আব্দুল খালেক চৌকিদার। ব্যাংকের সিসি ক্যামেরায় টাকা নিয়ে সটকে পরার দৃশ্য ধরা পরায় ব্যাংক পাড়া ও বন্দরে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অগ্রণী ব্যাংকের পয়সারহাট শাখায় সোমবার দুপুরে চেকের মাধ্যমে ৫০হাজার টাকা উত্তোলণ করতে আসেন ওই বন্দরের সভাপতি আব্দুল খালেক চৌকিদার। একই সময় ওই শাখার গ্রাহক শারমিন আক্তার দেড় লাখ টাকার চেক ক্যাশে জমা দিয়ে কাউন্টারের সামনে অপেক্ষা করছিলেন। ব্যাংক কর্তৃপক্ষ ওই নারী গ্রাহকের দেড় লাখ টাকা ক্যাশ কাউন্টারের সামনে রাখার পর খালেক চৌকিদার দেড় লাখ টাকা নিয়ে দ্রুত সটকে পরেন। ক্যাশের জন্য অপেক্ষমান শারমিন কাউন্টারের অফিসারের কাছে তার চেকের টাকা চাইলে বিষয়টি ব্যাংকের নজরে আসে। এনিয়ে ব্যাংক কর্তৃপক্ষের সাথে শারমিন আক্তারের বাগ্বিতন্ডাও হয়। একপর্যায়ে দিনভর ব্যাংকের সিসি ক্যামেরা সার্চ করে খালেক চৌকিদারের দেড় লাখ টাকা নিয়ে সটকে পরার দৃশ্য ধরা পরে। বিষয়টি দ্রুত ব্যাংক পাড়াসহ বন্দরে ছড়িয়ে পরলে টক অব দ্যা টাউনে পরিণত হয়।

অগ্রণী ব্যাংকের পয়সারহাট শাখার ম্যানেজার আলী রেজা মঙ্গলবার দুপুরে জানান, স্থানীয় আওয়ামীলীগ নেতা আবুল বাশার হাওলাদারের চাঁপের মুখে খালেক চৌকিদার টাকা নেয়ার কথা স্বীকার করে টাকা ফেরত দেয়ার কথা জানিয়েছেন। অপরদিকে উদ্ভুদ্ধ পরিস্থিতি নিরসনে আগামী শুক্রবার হাট কমিটির জরুরি সভা ডেকেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান বিপুল দাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here