পশ্চিমবঙ্গের নাম বদলে ফেলার সিদ্ধান্ত অনুমোদন হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায়। মঙ্গলবার ( ২ আগস্ট) দুপুরে রাজ্য সরকারের মন্ত্রিসভার কেবিনেট বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদন হয়। জানা গেছে, পশ্চিমবঙ্গের নতুন নাম হবে বঙ্গ অথবা বাংলা। তবে ইংরেজিতে ওয়েস্ট বেঙ্গলের পরিবর্তে লেখা হবে শুধু বাংলা।
উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই পশ্চিমবঙ্গের নাম বদলের দাবি উঠেছে ওপার বাংলায়। বিশেষ করে সেখানকার ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেকদিন ধরেই পশ্চিমবঙ্গের নাম বদলে ফেলার ব্যাপারে সোচ্চার।
জানা গেছে, পশ্চিমবঙ্গ নামে পরিচিত হলেও ভারতের দাফতরিক নথিতে পশ্চিমবঙ্গের আসল নাম ওয়েস্ট বেঙ্গল। এর ফলে সর্বভারতীয় বিভিন্ন বৈঠক বিশেষ করে মুখ্যমন্ত্রীদের বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীদের বক্তব্য দেয়ার ডাক পড়ে সবার শেষে। কারণ এসব বৈঠকে রাজ্যের নামের ইংরেজি আদ্যাক্ষরের অগ্রাধিকারের সূত্রেই সুযোগ দেয়া হয় বক্তব্যের। এ কারণে গুরুত্বপূর্ণ অনেক সভায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীরা কথা বলার সুযোগ পান সবার শেষে। বিষয়টি নিয়ে নিজের উষ্মা কখনও গোপন করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। এরই ধারাবাহিকতায় তার সরকারের দ্বিতীয় মেয়াদে মন্ত্রিসভায় পাস হয়ে গেল রাজ্যের নাম পরিবর্তনের প্রস্তাবটি।
মঙ্গলবার পশ্চিমবঙ্গ সরকারের সচিবালয় নবান্নে এক সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, মন্ত্রিসভায় রাজ্যের নাম বদলের প্রস্তাব অনুমোদিত হয়েছে। এই বিষয়ে সর্বদলীয় বৈঠকেও আলোচনা করা হবে। বিধানসভায় রাজ্যের নাম পরিবর্তনের প্রস্তাব নিয়ে যাওয়া হবে। সেখানে ওই প্রস্তাব পাস হলে পশ্চিমবঙ্গের নাম বদলানোর প্রস্তাব সংসদে পাঠানো হবে। সংসদে অনুমোদিত হলেই চূড়ান্তভাবে অনুমোদিত হবে এই নাম বদলের বিষয়টি।