গাজীপুরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর হুশিয়ারি

0
246

Gazipur-(3)- 01 August 2016-Obaidul Kader Visit-1

জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে কেউ চাঁদাবাজি করলে তাদের বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিঁয়ারি জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেন, চাঁদাবাজির ঘটনারোধে আমাদের প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি রয়েছে। ’৭৫ এর আগস্ট ট্র্যাজেডিতে জাতির জনক বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করা হয়েছে। আমরা মাসব্যাপি শোক পালন করি। শোকের অনুষ্ঠান করতে বেশি টাকা লাগে না। শোকের অনুষ্ঠানে যা লাগে তাতে আমাদের দলের নেতাকর্মীরা ও বঙ্গবন্ধুর অসংখ্য শুভাকাঙ্খিরা স্বেচ্ছায় অংশ গ্রহন করে অনুষ্ঠাণ করেন। কাজেই এ শোক দিবসের অনুষ্ঠাণ করতে কোন চাঁদাবাজীর প্রয়োজন হয় না। তারপরও সমাজে কিছু চিহ্নিত চাঁদাবাজ আছে একটি উপলক্ষ্য পেলেই তারা চাঁদাবাজি শুরু করে দেয়। জাতীয় শোক দিবসের নিবির্য ও ভাবগাম্ভীর্য নষ্ট হয় এমন কোন কর্মকান্ডে কেউ লিপ্ত হলে দল থেকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তিনি সোমবার দুপুরে গাজীপুরের কালীগঞ্জে আব্দুল্লাহপুর-তেরমুখ-উলুখোলা সড়ক উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে বক্তব্য দেয়া কালে এ হুশিয়ার করেন। মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সড়কটি নির্মাণের ফলে আব্দুল্লাহপুর থেকে নরসিংদী পর্যন্ত গাজীপুরের সাথে ঢাকা, নরসিংদীর শক্তিশালী যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হয়েছে। বাস র‌্যাপিড ট্রানজিট চালু হলে আমাদের বিকল্প রাস্তার প্রয়োজন হবে। এই রাস্তাটি তখন বিকল্প রাস্তা হিসেবে ব্যবহার করা যাবে। ঈদের সময়ও রাস্তায় যখন অতিরিক্ত যানবাহনের চাপ থাকে তখন আমরা এ রাস্তাটাকে কাজে লাগাব। সে উদ্দেশ্যকে সামনে রেখে এ রাস্তাটি।

এর আগে তিনি ফলক উন্মোচন করে গাজীপুরের কালীগঞ্জে আব্দুল্লাহপুর-তেরমুখ-উলুখোলা সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রায় ১৪ কোটি টাকা ব্যায়ে ১২ কিলোমিটার দীর্ঘ ওই সড়কটি নির্মাণ করা হয়েছে। এসময় মন্ত্রীর সঙ্গে ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, কালীগঞ্জ থানার ওসি আলম চাঁদসহ সড়ক ও জনপথের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মোস্তাফিজুর রহমান টিটু, স্টাফ রিপোর্টার, গাজীপুর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here