বংশাল হতে ১৫০০ পিস নেশা জাতীয় মাদকদ্রব্য Buprenorphine injection উদ্ধারঃ গ্রেফতার ২

0
609

98714326-27dd-4fa6-a86d-2d36375a1a58রাজধানীর বংশাল হতে ১৫০০ পিস নেশা জাতীয় মাদকদ্রব্য Buprenorphine injection উদ্ধার করেছে গোয়েন্দা (পূর্ব) বিভাগ এর ডেমরা জোনাল টিম। এসময় ২ জনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো-মোঃ মনির হোসেন কুরবান ও মোঃ শাহেদ হোসেন। গতকাল ৩০ জুলাই শনিবার ১৯.২০ টায় বংশাল থানার ২৪ আগামাসী লেনের সিটি “ল” কলেজের মেইন গেটের সামনে হতে তাদের গ্রেফতার ও ইনজেকশন উদ্ধার করা হয়।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা নেশা জাতীয় অবৈধ মাদকদ্রব্য ইনজেকশন নিয়ে বিক্রয় করার উদ্দেশ্যে সমবেত হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ উক্ত স্থানে উপস্থিত হলে তারা পালানোর চেষ্টা করলে পুলিশের হাতে আটক হন। এ সময় গ্রেফতারকৃত মনির হোসেন কুরবান এর হাতে থাকা শপিং ব্যাগ হতে ৮০০ পিস ও মোঃ শাহেদ হোসেন এর নিকট হতে ৭০০ পিস নেশা জাতীয় অবৈধ মাদকদ্রব্য Buprenorphine injection I.P Lupigesic ইনজেকশন উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায়, তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় উক্ত মাদকদ্রব্য সরবরাহ করে থাকে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বংশাল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

উপ-পুলিশ কমিশনার, মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here