বন্যায় পানি বন্দী লাখো মানুষ: বিশুদ্ধ পানি ও খাবার সংকট চরমে

0
484

30-07-16-Faridpur_Flood-2

যমুনা,বক্ষ্মপুত্র,পদ্ম ও আড়িয়াল খার পানি বিগদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় গাইবান্ধাকুড়িগ্রাম সিরাজগঞ্জ,টাঙ্গাইল,জামালপুর, ফরিদপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তবে তিস্তার পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় লালমনিরহাটে বন্যার পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে।বন্যার পানিতে প্রাথমিক বিদ্যালয়সহ সড়ক, মসজিদ, মন্দির, বাড়ি-ঘর ও ফসলী জমি তলিয়ে গেছে।কাজ হারিয়ে বেকার হয়ে পড়েছে বন্যা এলাকার শ্রমজীবী মানুষ। দূর্গত পরিবার গুলোতে দেখা দিয়ে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। দূর্গতরা গবাদিপশু ও প্রয়োজনীয় জিনিসিপত্র নিয়ে উচু স্থানে আশ্রয় নিচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী ৪৮ ঘন্টায় পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। ফলে পদ্মা নদী সংলগ্ন রাজবাড়ি, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ ও শরীয়তপুর জেলাসমূহের নি¤œাঞ্চলে বন্যা পরি¯ি’তির সামান্য অবনতি অব্যাহত থাকতে পারে। এছাড়া ব্রক্ষ্মপুত্রের পানি বিপদসীমার ৮২ সেন্টিমিটার ও ধরলা নদীর পানি বিপদসীমার ৭২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্রহ্মপুত্র ও যমুনা নদ-নদী সংলগ্ন গাইবান্ধা, জামালপুর ও বগুড়া এবং ধরলা নদী সংলগ্ন কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির উন্নতি শুরু হয়েছে।
সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তবে শনিবার সকাল ৯টা থেকে আগামী ৪৮ ঘন্টায় পরিস্থিতির উন্নতি শুরু হতে পারে।এছাড়া আগামী ৪৮ ঘন্টায় পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। ফলে পদ্মা নদী সংলগ্ন রাজবাড়ি, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ ও শরীয়তপুর জেলাসমূহের নি¤œাঞ্চলে বন্যা পরিস্থিতির সামান্য অবনতি অব্যাহত থাকতে পারে।ঢাকার আশপাশের বুড়িগঙ্গা, বালু ও শীতলক্ষ্যা নদীসমূহের পানি বৃদ্ধি পাচ্ছে। যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়।পানি উন্নয়ন বোর্ডের ৯০টি পানি মনিটরিং স্টেশনের মধ্যে ৪৯টি স্থানে পানি বৃদ্ধি ও ৩৬ স্টেশনে পানি হ্রাস পেয়েছে। ৪টি স্থানের তথ্য পাওয়া যায়নি। ১টি স্থানে পানি অপরিবর্তিত রয়েছে। ১৮টি স্থানে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে, দেশের উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতির পূর্বাভাস দিলেও পানি সাগরে নামার সময় মধ্য ও দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলা নতুন করে প্লাবিত হওয়ার আশংকা করেছেন দূযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তর । শনিবার মহাখালিতে অধিদপ্তরের কার্যালয়ে এক সংবাদ সন্মেলনে দেশের বন্যা পরিস্থিতি ও তা মোকাবেলায় সরকারের নেয়া পদক্ষেপ তুলে ধরেন দূযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ সবিচ মো: শাহ কামাল। তিনি বলেন, দেশের উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতির হওয়ার সম্ভবনা রয়েছে। তবে পানি সাগরে নামার সময় আরো কয়েকটি জেলা নতুন করে প্লাবিত হওয়ার আশংকা রয়েছে। তিনি আরো বলেন, যেসব নদীতে পানি বেড়েছে এসব নদীতে কয়েকদিনের মধ্যে পানি কমতে শুরু করবে। তবে পানি বঙ্গোপসাগরে যাওয়ার সময় রাজবাড়ী ,ফরিদপুর,শরীয়তপুর, মাদারীপুর, চাদপুর ও বরিশাল জেলায় নতুন করে প্লাবিত হওয়ার আশংকা রয়েছে।

দেশের বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য সরকার এ পর্যন্ত দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ১৩ হাজার মেট্রিক টন চাল, নগদ সাড়ে ৫ কোটি টাকা ছাড় করেছে।এছাড়া এর বাইরে ত্রাণ সামগ্রির ৮ হাজার প্যাকেট ও পর্যাপ্ত পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট প্লাবিত জেলা সমূহে পাঠানো হয়েছে।দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি শনিবার দূর্যোগ ব্যাবস্থপনা অধিদপ্তরে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।এসময় দূর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ সচিব মোঃ শাহ কামাল, দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রিয়াজ আহমেদ উপস্থিত ছিলেন।মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সংবাদ সম্মেলনে বলেন, উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য ত্রাণের কোন অভাব নেই। প্রত্যেক জেলায় চাহিদার চেয়েও বেশি খাদ্যশস্য, নগদ টাকা ও ত্রাণ সামগ্রি পাঠানো হয়েছে।

তিনি এ প্রসঙ্গে আরও বলেন, জেলা পর্যায় থেকে নতুন চাহিদা আসার সাথে সাথেই বরাদ্দ দেয়ার জন্য দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তকে খাদ্য শস্য ও নগদ অর্থ বরাদ্দ আছে।

মন্ত্রী বলেন, এ পর্যন্ত প্লাবিত ১৬ জেলার ৫৯ উপজেলার ৩০৯ ইউনিয়নের ৩ লাখ ৯৩ হাজার ৪৯৬টি পরিবারের ১৪ লাখ ৭৫ হাজার ৬১৫ জন মানুষ বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে। এসব মানুষের আশ্রয় দেয়ার জন্য ৬৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এখানে ৭ হাজার ৩৭৫ জন মানুষ আশ্রয় নিয়েছেন।তিনি বলেন, প্রয়োজনে আরও আশ্রয় কেন্দ্র খোলা হবে এবং বন্যার পানি নেমে না যাওয়া পর্যন্ত তাদের সেখানে থাকা- খাওয়া ও চিকিৎসার ব্যবস্থা করা হবে। বন্যা প্লাবিত এলাকায় এখন পর্যন্ত ৩৬৪ টি মেডিকেল টিম কাজ করছে বলেও জানান মন্ত্রী।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী মায়া বলেন, এখন পর্যন্ত বন্যায় বিভিন্ন কারণে ১৪ জন লোক মারা গেছেন। এর মধ্যে রংপুরে এক জন, কুঁড়িগ্রামে দুই জন, গাইবান্ধায় চার জন ও জামাল পুরে সাত জন মারা গেছেন।

মায়া চৌধুরী বলেন, মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব বা অতিরিক্ত সচিবের নেতৃত্বে প্রত্যেক জেলার ত্রাণ তৎপরতা মনিটরিং করার জন্য জেলাভিত্তিক একটি করে মনিটরিং টিম গঠন করা হয়েছে। এঁরা প্রতিদিনের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ, ত্রাণ তৎপরতায় অংশগ্রহণ এবং প্রতিদিনের প্রতিবেদন মন্ত্রণালয়কে অবহিত করবেন।

সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, সরকার প্লাবিত এলাকার প্রতিটি অভাবি মানুষকে চাহিদা মতো ত্রাণ সহায়তা, নগদ অর্থ, আশ্রয় ও চিকিৎসা দিতে চায়। এসব কার্যক্রম নিবিড়ভাবে পরিচালনার জন্য সরকার এই মনিটরিং টিম গঠন করেছে।উত্তারাঞ্চলের পানি দক্ষিণে নেমে আসার সাথে সাথে মানিকগঞ্জ, রাজবাড়ি, মুন্সীগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, চাঁদপুর, লক্ষীপুর ও বরিশালসহ নতুন নতুন এলাকা প্লাবিত হতে পারে বলে আশংকার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, মন্ত্রণালয় এসব এলাকার বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য আগাম প্রস্তুতি নিয়ে রেেেখছে।তিনি বলেন, বন্যা পরিস্থিতি নিয়ে ভয়ের কিছু নেই। ইতিমধ্যে উত্তরাঞ্চলের পানি কমতে শুরু করেছে। পানি কমার সাথে সাথে তাদের ঘরবাড়ি, রাস্তাঘাট মেরামত ও পুর্নবাসনের পদক্ষেপ নেয়া হবে।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বন্যা প্লাবিত এলাকার মানুষের দুর্দশা লাঘবে সরকারের পাশাপাশি দলমত নির্বিশেষে সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

ঢাকা: পদ্মার অব্যাহত পানি বৃদ্ধিতে ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলার চরাঞ্চল এবং নি¤œাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির অবনতি ঘটছে।বন্যার ঝুঁকি এড়াতে দোহার, নবাবগঞ্জ, মানিকগঞ্জ শহর রক্ষা বাঁধ (কাশিয়াখালী বাঁধ) জরুরী মেরামত কাজ করছে নবাবগঞ্জ উপজেলা প্রশাসন। রাত জেগে পাহাড়া দিচ্ছে স্থানীয় এলাকাবাসী।

বন্যা পূর্বাভাস কেন্দ্র জানায়, আরো ২ দিন পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। এতে আরো নতুন এলাকা প্লাবিত হবে। মুন্সিগঞ্জের ভাগ্যকুল পর্যবেক্ষণ কেন্দ্রের বন্যা পূর্বাভাসে জানা গেছে, ৩০ জুলাই সকাল ৬টা পর্যন্ত পদ্মা নদীর পানি বিপদ সীমার ৪৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।দোহারের মাহমুদপুর, বিলাশপুর, সুতারপাড়া, নারিশা, নয়াবাড়ি ও নবাবগঞ্জের জয়কৃষ্ণপুর, বান্দুরা, বারুয়াখালী, শিকারীপাড়া ইউনিয়নের চরাঞ্চল ও নিমাঞ্চলের ২০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে বলে এলাকাবাসী জানায়।বন্যার পানিতে এলাকার ১০টি প্রাথমিক বিদ্যালয়সহ সড়ক, মসজিদ, মন্দির, বাড়ি-ঘর ও ফসলী জমি তলিয়ে গেছে। কাজ হারিয়ে বেকার হয়ে পড়েছে বন্যা এলাকার শ্রমজীবী মানুষ। দূর্গত পরিবার গুলোতে দেখা দিয়ে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। দূর্গতরা গবাদিপশু ও প্রয়োজনীয় জিনিসিপত্র নিয়ে উচু স্থানে আশ্রয় নিচ্ছে।এদিকে, পানির চাপে ভাঙ্গন ঝুঁকিতে পড়েছে নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের কাশিয়াখালী বেঁড়িবাধ। বাঁধের সোনাবাজু বাজার থেকে তিতপালদিয়া স্লুইজ গেইট পর্যন্ত ১৫টি পয়েন্টে পানি চুইয়ে পড়ছে। এলাকার ২ লক্ষাধিক মানুষ পানি বন্দির আশংকায় পড়েছে ।

নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা জামান জানান, বাঁধের ঝুঁকির খবর পেয়ে ঢাকা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সালমা ইসলামের পরামর্শক্রমে শুক্রবার বিকেলে ওই এলাকা পরিদর্শন করেন নবাবগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ড ও সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তারা। স্থানীয় সাংসদ ও উপজেলা প্রশাসনের নির্দেশে বাঁধে জরুরী মেরামত কাজ করা হচ্ছে। কোন রকমের ঝুঁকি এড়াতে গ্রামবাসী রাত জেগে পাহাড়া দিচ্ছে।

জয়কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান জানান, তার ইউনিয়নের বাঁধের ওপারের কুঠুরী, বাহাদুরপুর, আশয়পুর, পানিকাউর, চারাখালি, ঘোশাইল, আরঘোশাইলসহ ১২টি গ্রামের ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পদ্মার তীর ঘেঁষা এসব এলাকায় ভাঙ্গন আতংকে রয়েছে শত শত পরিবার।

গাইবান্ধা: সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। ফুলছড়ি উপজেলার সিংড়িয়া নামক স্থানে ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধের দুইটি স্থানে অন্তত ২০০ মিটার ভেঙে গেছে। শুক্রবার রাত ৯টার দিকে বাঁধে ফাটল ধরলে স্থানীয় লোকজন বালির বস্তা ফেলে বাঁধটি রক্ষার চেষ্টা করে। কিন্তু বাঁধটি পানির প্রবল চাপে ভেঙে যায়। বাঁধের ভাঙা অংশ দিয়ে বিশ ফুট উচু থেকে সমতল ভুমিতে পানি আছড়িয়ে পড়ছে। এসময় বাঁধের পাশের দুইটি গ্রামের অন্তত ১৭৫টি বাড়ি বিধস্ত হয়। হুহু করে পানি গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী, বোয়ালী ও ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া, উদাখালী, উড়িয়া এবং সাঘাটা উপজেলার ভরতখালি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার বাড়িঘর তলিয়ে যাচ্ছে। রাতে বাঁধ ভাঙার কারণে ঘুমন্ত মানুষ ঘুম থেকে জেগে দিশেহারা হয়ে পড়ে। তারার রাত থেকে বাড়িঘরের মালামাল, নারী-শিশুসহ গবাদিপশু নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে।

বাঁধ ভেঙে বাড়িঘর বিধ্বস্ত পরিবার গুলোর আহাজারিতে বাতাস ভাড়ি হয়ে যায়। কোটি কোটি টাকা ব্যয় করে নামমাত্র বাঁধ মেরামত করায় গতরাতে বাঁধ ভাঙার অন্যতম কারণ বলে পানি উন্নয়ন বোর্ডকে দোষালেন।

স্থানীয়রা জানান, ব্রহ্মপুত্রের পানির চাপে রাত সাড়ে ৯টার দিকে সিংড়িয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উদাখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য রাজা মিয়ার বাড়ির কাছে প্রায় ২০০ ফুট ভেঙে যায়। এতে উপজেলার উদাখালী ও কঞ্চিপাড়া ইউনিয়নের অন্তত ২০টি গ্রাম প্লাবিত হয়। এছাড়া সদর উপজেলার বোয়ালি ইউনিয়নের বোয়ালি, খামার বোয়ালি ও তালুক বুড়াইলসহ ১০টি গ্রাম প্লাবিত হয়।

ফুলছড়ি উপজেলার উদাখালী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গাইবান্ধা-ফুলছড়ি সড়কের বিভিন্ন স্থান তলিয়ে গেছে। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে রয়েছে।গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রকাশ কুমার সরকার জানান, শুক্রবার সন্ধ্যায় ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ৯০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় পানির চাপ বেড়ে যায়। এতে সিংরিয়ার বাজারে ওয়াপদা বাঁধের কিছু অংশ ভেঙে যায়। তবে ক্ষতির পরিমাণ জানা যায়নি।

কুড়িগ্রাম: রাজিবপুর ও রৌমারী উপজেলায় বন্যা পানি বৃদ্ধি পেয়ে অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঝুঁকিপূর্ণ হওয়ায় রৌমারী-রাজিবপুর-ঢাকা সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।উপজেলা শহরে পানি ঢুকায় নৌকা দিয়ে যাতায়াত করতে হচ্ছেশুক্রবার দিবাগত রাত ৯টার দিকে সড়ক ও জনপদের (সওজ) রৌমারী-রাজিবপুর-ঢাকা সড়কের শীবেরডাঙ্গি এলাকায় ভাঙনের সৃষ্টি হয়।খবর পেয়ে রৌমারীতে অবস্থানরত কুড়িগ্রাম জেলা সড়ক জনপদ (সওজ) এর উপ-বিভাগীয় প্রকৌশলী ফায়জার রহমান ঘটানাস্থল পরিদর্শন করেন।এ সময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা সড়ক জনপদের উপ-সহাকারী প্রকৌশলী আনোয়ার হোসেন, বাবুল আক্তার, রাজিবপুর সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান কামরুল আলম বাদলসহ স্থানীয়রা।

ফায়জার রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে ভাঙন রোধে প্রয়োজনীয় প্রদক্ষেপ নেওয়া হয়েছে। দুই উপজেলায় আমাদের ২৯ কিলোমিটার সড়ক রয়েছে। এ সড়কের যাতে কোনো ক্ষতি না হয় এ জন্য আমরা সতর্ক রয়েছি। পানি যাতে সড়কের ওপর দিয়ে প্রবাহিত হতে না পারে এ জন্য সড়কের বিভিন্ন জায়গায় প্রায় ২ হাজারের মতো বালি ভর্তি বস্তা ফেলা হয়েছে। জরুরি প্রয়োজনে আরো ৩ হাজার বস্তা ও শ্রমিক মজুদ রাখা হয়েছে। রৌমারী মোটর মালিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন জানান, পানির ¯্রােতে সড়কটি যে কোনো সময় ভেঙে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই দুই উপজেলার ৯টি ইউনিয়নের ৩৫০টি গ্রামের বেশিরভাগ গ্রাম পানিবন্দি হয়ে পড়েছে। দেখা দিয়েছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট। চারণ ভূমি পানিতে তলিয়ে যাওয়ায় গো-খাদ্যের সংকট দেখা দিয়েছে। পানিতে তলিয়ে গেছে কৃষকের সব ফসলি জমি।হুমুকির মুখে পড়েছে রৌমারী শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক স্থান চানমারি ও উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারটি। যেখানে মুক্তিযুদ্ধের সময় ৬৫ হাজার মুক্তিযোদ্ধাকে সামরিক প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। এটাকে রক্ষার দাবি জানিয়েছেন রৌমারী উপজেলার সকল মুক্তিযোদ্ধা।বসতভিটা নদীগর্ভে বিলীন হওয়ায় আশ্রয়হীন হয়ে পড়েছে ওই দুই উপজেলার ৯শ’র বেশি পরিবার।রৌমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন জানান, দুই উপজেলায় ৮৮ টন খাবার চাল, ২৫০ প্যাকেট শুকনো খাবার, নগদ ৬৫ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে। যা স্থানীয় সংসদ সদস্যসহ জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে সরেজমিন গিয়ে বানভাসি মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে। রৌমারীতে সরকারিভাবে ৮টি ও বেসরকারিভাবে ৪৪টি বন্যা আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

জামালপুর: বন্যার পানিতে বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় জামালপুর সদরের সঙ্গে বিভিন্ন উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।এছাড়া রেল লাইনে পানি ওঠায় জামালপুর থেকে ইসলামপুর, মাদারগঞ্জ, মেলান্দহ, দেওয়ানগঞ্জের রেল যোগযোগ বন্ধ ঘোষণা করা হয়েছে।জামালপুরের রেলওয়ে স্টেশন মাস্টার জহিরুল হক জানান, শুক্রবার (২৯ জুলাই) রাত ৮টা থেক এসব রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।এদিকে, গত ২৪ ঘণ্টায় জামালপুরের বাহাদুরাদ ঘাট পয়েন্ট এলাকায় ৫ সেন্টিমিটার কমে যমুনার পানি বর্তমানে ১১৬ সেন্টিমিটার বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।জামালপুর পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার আব্দুল মান্নান জানান, বর্তমানে পানি ২০ দশমিক ৬৬ সেন্টিমিটারে অবস্থান করছে। এ পয়েন্টে পানির স্বাভাবিক উচ্চতা হল ১৯ দশমিক ৫০ সেন্টিমিটার।

চলতি বন্যায় জেলার ৬৮টি ইউনিয়নের মধ্যে প্রায় ৪৮টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। বন্ধ রয়েছে প্রায় ৪ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান।এখনো দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও বাসভবন পানিতে নিমজ্জিত।ফলে প্রশাসনিক কার্যক্রম স্থানীয় একেএম মেমোরিয়াল কলেজ থেকে পরিচালিত হচ্ছে।এদিকে, বন্যার্তদের মধ্যে খাদ্য ও খাবার পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন বাঁধে আশ্রয় নেওয়া মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) শাহাবুদ্দিন খান জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত ৬০০ মেট্রিক টন চাল ও ৪৭০০ প্যাকেট খাবার ও নগদ টাকা বরাদ্দ করা হয়েছে। প্রয়োজনে বরাদ্দ আরো বৃদ্ধি করা হবে।

টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইল উপজেলার ঝিনাই নদীর তীরবর্তী বিভিন্ন স্থানে ব্যাপক ভাঙ্গন শুরু হয়েছে। ভাঙ্গনের কারনে কাঞ্চনপুর, হাবলা ও কাশিল ইউনিয়নের কাশিল, দাপনাজোর, কামুটিয়া, নথখোলা, থোপিয়া, বালিনা ভৈরপাড়া, আদাজানের মানিকচর, কাঞ্চনপুর কাজিরাপাড়া, সোনারচরসহ বিভিন্ন এলাকার নদী তীরবর্তী বিদ্যুতের খুটি, মসজিদ-মাদ্রাসা’সহ অনেক ঘর-বাড়ি হুমকির মুখে পরেছে । এ পর্যন্ত প্রায় আড়াই শতাধিক ঘর-বাড়ি সরিয়ে নিয়েছে বলে জানা যায়। প্রায় আড়াই শতাধিক পরিবার ভিটা-বাড়ি হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। শুক্রবার রাত থেকে কাশিল কেবিএন কহুমুখি উচ্চ বিদ্যালয়ের একটি ভবনে ভাঙ্গন শুরু হয়েছে। এতে যে কোন সময় ভেঙ্গে পড়তে পারে ভবনটি। স্কুলের ভবনটি রক্ষা করার জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম স্থানীয়দের নিয়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে গাছের গুঁড়ি ও বালির বস্তা ফেলে ভাঙ্গন রোধে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, বারবার আবেদন জানানোর পরেও স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা গ্রহন না করায় প্রতিবছরই এলাকার লোকজন নদী ভাঙ্গনের শিকার হয়ে সবর্স্ব হারাচ্ছে। এ ব্যাপারে নদী তীরের অধিবাসী আমিনুর বলেন, আমার প্রায় ২০ শতাংশ জায়গা নদীতে বিলিন হয়ে গেছে। দুইটি ঘর সরিয়ে নিয়েছি।

সরেজমিনে গিয়ে দেখা যায় প্রতিবছরের ন্যায় এ বছরও বাসাইলের ঝিনাই নদীর তীরবর্তী কেবিএন বহুমুখি উচ্চ বিদ্যালয়ের ভবন, খেলার মাঠ, বাজার, ঘর-বাড়ী এ ছাড়াও নদীর তীরবর্তী বিভিন্ন এলাকায় অনেক কৃষকের ঘর-বাড়িসহ আবাদী জমি নদী ভাঙ্গনের কবলে পরেছে । কেউ কেউ তাদের ঘর-বাড়ী সরিয়ে নিতে শুরু করেছেন।

কাজিরাপাড়ার কৃষক ওহাব আলী বলেন, আমি ৩টি ঘর সরিয়ে নিয়েছি। আমার ভিটা-বাড়ির সম্পর্ণ জমি নদীতে বিলিন হয়ে গেছে। এখন থাকার জাগয়া টুকুও নেই। ঘর-ভিটা হারিয়ে আমি এখন নিঃস্ব। কাশিল ইউনিয়নের স্থানীয় মেম্বার মোঃ ছানোয়ার খান বলেন, গত কয়েকদিন যাবৎ কাশিল, কাঞ্চনপুর, হাবিলা ইউনিয়নের নদী তীরবর্তী অনেক ঘর-বাড়ির ভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। প্রায় আড়াই শতাধিক পরিবার ঘর-ভিটা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম জানান, শুক্রবার রাতে কেবিএন বহুমুখি উচ্চ বিদ্যালয়ের একটি ভবনে ভাঙ্গন শুরু হয়েছে। আমি প্রাথমীকভাবে স্থানীয়দের নিয়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে গাছের গুঁড়ি ও বালির বস্তা ফেলে ভাঙ্গন রোধে চেষ্টা চালিয়ে যাচ্ছি, এতেও ভাঙ্গন থামানো যাচ্ছেনা। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।এ ব্যাপারে বাসাইল উপজেলা নির্বাহী অফিসার মিলিয়া শারমিন জানান, টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডে বিষয়টি জানানো হয়েছে। তারা এ পর্যন্ত কয়েকটি স্থানে বালির বস্তা ফেলে ভাঙ্গনরোধে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

টাঙ্গাইল জেলায় যমুনা ও ধলেশ্বরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দেলদুয়ার উপজেলার নতুন নতুন এলাকা বন্যা প্লাবিত হয়েছে। এতে করে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়।জেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্র্তৃপক্ষ জানায়, যমুনার নদীর পানি নলিন পয়েন্টে বিপদসীমার ৯১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।এদিকে, দেলদুয়ার উপজেলার দেউলী ইউনিয়নে ধলেশ্বরী নদীর পানির প্রবল ¯্রােতে শুক্রবার সন্ধ্যায় দেউলী ইউনিয়ন আঞ্চলিক বন্যা নিয়ন্ত্রন বাঁধের মাইঠান অংশ ভেঙে গেছে। এতে করে মাইঠানসহ আশপাশের পাঁচটি গ্রাম নতুন করে বন্যা কবলিত হয়ে পড়েছে।দেউলী ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম সাচ্চু জানিয়েছেন, বাঁধটি ভাঙার কারণে কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছেন।

যমুনা ও ধলেশ্বরী নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ঘরবাড়িসহ আবাদি ফসল পানিতে তলিয়ে গেছে।যমুনা ও ধলেশ্বরী নদীর পানি বিপদ সীমার ৯১ সে.মি ওপর দিয়ে প্রবাহিত হওয়ায়, নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে। এতে বেশি বিপাকে পড়েছেন বন্যা কবলিত এলাকার মানুষ। তাদের ছোট ছেলে-মেয়ে ও গৃহপালিত পশু নিয়ে কোথায়, কিভাবে থাকবেন তা অনিশ্চত।

বন্যা কবলিত এলাকায় বিশুদ্ধ খাবার পানির অভাবে দেখা দিয়েছে ডায়রিয়া, সর্দি, কাঁশি জ্বরসহ নানা রোগব্যাধি। কিন্তু বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে যাতায়াতের রাস্তা-ঘাট তলিয়ে যাওয়ায়, চিকিৎসা সেবা পাচ্ছেন না বন্যা কবলিত মানুষ। বন্যায় ভাড়রা, গয়হাটা, মোকনা, পাকুটিয়া, ধুবড়িয়া, বেকড়া, সলিমাবাদ, দপ্তিয়র, সহবতপুর ও নাগরপুর সদর ইউনিয়নের আংশিক প্লাবিত হয়েছে। এর মধ্যে উপজেলার ভাড়রা, গয়হাটা, ভাদ্রা ও দপ্তিয়র ইউনিয়নের বেশির ভাগ বাড়িঘর বন্যা কবলিত হয়ে পড়েছে। বন্যা কবলিত এলাকায় এখনও কোন প্রকার ত্রাণসামগ্রী পৌঁছায়নি।ভাড়রা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক জানান, ভাড়রা ইউনিয়নের প্রায় ৯৫ ভাগ বাড়ীঘর বন্যায় প্লাবিত হয়েছে। নাগরপুর চৌহালী সড়কে বন্যার পানি উঠায় চৌহালী, কোদালিয়া, শাহজানী, আটাপাড়া, রংছিয়া, সুঠাইনসহ বিভিন্ন গ্রামের মানুষের উপজেলা সদরের সাথে যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে বন্যা কবলিত এলাকার মানুষের দুঃখ-কষ্ট বেড়েছে।এ ব্যাপারে নাগরপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিল্লুর রহমান জানান, উপজেলার বিভিন্ন এলাকা বন্যা কবলিত হয়ে পড়েছে। ইউপি চেয়ারম্যানদের কাছে ক্ষতিগ্রস্থ পরিবারের তালিকা চাওয়া হয়েছে। তালিকা পেলে, জেলায় যোগাযোগ করে ত্রাণের ব্যবস্থা করা হবে।

ফরিদপুর : পদ্মার পানি গত ২৪ ঘণ্টায় ২০ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৯৭ সেন্টিমিটার উপরদিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে ফরিদপুরের সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। অব্যহতি ভাবে পানি বৃদ্ধি পাওয়ায় ফরিদপুর সদর উপজেলা আলীয়াবাদ ইউনিয়নের সব কয়টি গ্রামে বন্যার পানি ঢুকে পড়ায় ও রাস্তা ভেঙ্গে পানি প্রবাহিত হওয়ায় নতুন গ্রাম গ্রাম বন্যার পানিতে প্লাবিত হচ্ছে। চরম ভোগান্তীর মধ্যে পড়েছে মানুষ। ছবিটি আলিয়াবাদ ইউনিয়নের সাদীপুর গ্রাম থেকে তোলা।

মুন্সীগঞ্জ: শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি চলাচল প্রবল ¯্রােতের কারণে টানা এক সপ্তাহ ধরে মারাত্মকভাবে ব্যহত হচ্ছে। তবে গত কয়েকদিন থেকে শনিবার গাড়ির চাপ কম। উভয় প্রান্তে পারাপারের অপেক্ষায় রয়েছে প্রায় দুই শতাধিক যান।এসব তথ্য দিয়ে বিআইডব্লিউটিসি’র সহকারী মহাব্যব¯’াপক শাহ নেওয়াজ খালেদ জানান, বহরে ১৭টি ফেরির মধ্যে এখন চলাচল করছে ১৩টি ফেরি। ৪টি রোরো, ৪টি কে-টাইপ, ৪টি ডাম্প ও ১টি মিডিয়াম ফেরি চলছে।লৌহজং ট্রানিংয়ে তীব্র ¯্রােতের সাথে ফেরিকে লড়াই করে টেনে নেয়ার জন্য বিআইডব্লিউটিএ’র উচ্চ ক্ষমতার টাক ব্যবহার করা হচ্ছে। এতে গত কয়েকদিনের চেয়ে আজকে ফেরি চলছে বেশি। তবে যে ফেরিগুলো চলাচল করছে তার সময় লাগছে প্রায় দেড়গুণ। এই সীমিত ফেরি চলাচলের কারণে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। বাস ও ছোট যানকে প্রাধান্য দেয়ায় পণ্যবাহী ট্রাকগুলো আটকা পড়েছে বেশী।

এদিকে, মুন্সীগঞ্জে শনিবার নি¤œাঞ্চলের আরও নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পরেছে শ্রীনগর, লৌহজং ও টঙ্গীবাড়ি উপজেলার কয়েক হাজার পরিবার। পদ্মা তীরের বাড়িঘর জলম¤œ ছাড়াও বহু ফসলী জমি তলিয়ে গেছে।চর এলাকায় বানভাসি মানুষের কষ্ট বেশী। পদ্মার পানি শনিবার সকালে ভাগ্যকূলপয়েন্টে বিপদসীমার ৫০সেন্টিমিটার ওপর দিয়ে বইছিল।টঙ্গীবাড়ি হাসাইল,বানারী,পাচনখোলা, নগর যোয়ার, পাঁচগাঁও, কামারখাড়া, লৌহজং উপজেলার কনকশার, যসলদিয়া, মাওয়া শ্রীনগর উপজেলার কবুতরখোলাসহ আরও কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।এসব তথ্য দিয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আউয়াল জানান, পদ্মার এই পয়েন্টে ২৪ ঘন্টায় ৯ সেন্টিমিটার পানি বেড়েছে। এদিকে এই সময়ে মাওয়ায় পানি আরও বৃদ্ধি পেয়ে এখন বিপদ সীমার ২৭ সেন্টিমিটার ওপরে। এতে অনেক শিক্ষালয় জলমগ্ন হয়েছে। মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো.সাইফুল হাসান বাদল জানান,প্রশাসন জলমগ্ন এলাকার মানুষের পাশে রয়েছে। সরকারিভাবে সবরকম প্রস্তুতি রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here